বাদামি পাহাড়ি মাটি
বাদামি পাহাড়ি মাটি (Brown Hill Soil) এঁটেল এবং আয়রনের আংশিক বা ক্ষালন বিহীন বৈশিষ্ট্য সংবলিত মাটি। মৃত্তিকা পরিলেখ সবসময়ই চুনহীন, কমপক্ষে মাটির উপরের দিকে অবস্থিত ক্ষিতিজগুলোতে এ বৈশিষ্ট্য দেখা যায়। অন্যভাবে বলা যায় যে, এ মাটি নিষ্কাশিত হলদে বাদামি থেকে গাঢ় বাদামি ডিস্ট্রিক ক্যামবিজল। এ মাটির গ্রথন সাধারণত বেলে দোঅাঁশ বা পলি দোঅাঁশ, কিন্তু কর্দম শিলার উপর অবস্থিত ক্ষয়িত মাটি অধিক এঁটেল গুণ সংবলিত। জৈব পদার্থের পরিসর তৃণভূমিতে স্বল্প (১.৫%) থেকে বনভূমিতে মধ্যম (২-৫%)। কৃষিকাজে মাঠে শস্য জন্মানোর সম্ভাবনা এসব মাটিতে সাধারণত অল্প বা অতি অল্প, কিন্তু বৃক্ষ জন্মানোর সম্ভবনা অল্প থেকে অধিক। ভূমি ব্যবহারের সীমাবদ্ধতার মধ্যে অতি খাড়া ঢাল, বর্ষাকালে ভারী বর্ষণ, অধিকাংশ মাটির ক্ষয়যোগ্যতা, সোপান তৈরির ক্ষেত্রে সৃষ্ট অসুবিধা, মাটির স্বল্প উর্বরতা এবং পানির দ্রুত প্রবেশ্যতা অন্তর্ভুক্ত। সাধারণত বাদামি পললভূমি মৃত্তিকার তুলনায় অধিক অম্লীয় এবং এসব মাটিতে শিলার ভাঙ্গা টুকরা থাকে বা লাল-বাদামি সোপান মৃত্তিকার তুলনায় এসব মৃত্তিকার অন্তঃস্তর স্বল্প কর্বুরিত। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত উত্তর ও পূর্বাঞ্চলীয় পাহাড়ের মৃদু থেকে অত্যন্ত খাড়া ঢালে প্রায় ১৫৬.৪৭২ হেক্টর এলাকাতে বাদামি পাহাড়ি মাটি বিদ্যমান। [মোঃ খুরশিদ আলম]