বাচস্পতি মিশ্র
বাচস্পতি মিশ্র (১৪২৫-১৪৮০) নৈয়ায়িক ও স্মৃতিশাস্ত্রকার। তিনি মিথিলার পলিবাড় বংশের সমৌলি শাখায় জন্মগ্রহণ করেন। ন্যায়শাস্ত্র ও ধর্মশাস্ত্রে তিনি যথাক্রমে দশখানি ও একত্রিশখানি গ্রন্থ প্রণয়ন করেন। ন্যায়সূত্রোদ্ধার নামে অক্ষপাদসূত্রের নতুন পাঠসংকলন এবং তার ওপর ন্যায়তত্ত্বালোক বৃত্তি রচনা তাঁর পান্ডিত্যপূর্ণ কীর্তি। পঞ্চালেশ্বর মহারাজ প্রতাপরুদ্রের মহিষী পদ্মাবতীর অনুরোধে তিনি মণিকণ্ঠমিশ্রকৃত ন্যায়রত্নের ওপর প্রকাশ টীকা রচনা করেন। ন্যায়শাস্ত্র বিষয়ে তাঁর অন্যান্য গ্রন্থ হলো: প্রত্যক্ষনির্ণয়, অনুমাননির্ণয়, শব্দনির্ণয়, খন্ডনোদ্ধার, (শ্রীহর্ষ রচিত খন্ডনখন্ডখাদ্যের প্রত্যুত্তর), চিন্তামণিপ্রকাশ প্রভৃতি।
বাচস্পতি মিশ্রের স্মৃতিশাস্ত্রবিষয়ক গ্রন্থসমূহ সর্বাধিক প্রসিদ্ধ। এজন্য তিনি পন্ডিতসমাজে ‘স্মার্ত বাচস্পতি’ নামে পরিচিত ছিলেন। তাঁর স্মৃতিগ্রন্থগুলির মধ্যে আচারচিন্তামণি, দাননির্ণয়, দ্বৈতনির্ণয়, বিবাদচিন্তামণি, ব্যবহারচিন্তামণি, শুদ্ধিচিন্তামণি প্রভৃতি উল্লেখযোগ্য। বঙ্গীয় স্মৃতিশাস্ত্রসমূহে এগুলির প্রভাব পরিলক্ষিত হয়। ন্যায় ও স্মৃতি ব্যতীত বাচস্পতি অন্যান্য বিষয়েও গ্রন্থ রচনা করেছেন। মীমাংসা দর্শন সম্পর্কে রচিত সহস্রাধিকরণ এবং পিতৃভক্তিতরঙ্গিণী নামে একটি কাব্য এক্ষেত্রে উল্লেখযোগ্য। [সত্যনারায়ণ চক্রবর্তী]