বাংলা একাডেমী পত্রিকা
বাংলা একাডেমী পত্রিকা বাংলা একাডেমী প্রকাশিত আন্তর্জাতিক মানের একটি গবেষণা পত্রিকা। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৬৩ বঙ্গাব্দের পৌষ মাসে (জানুয়ারি ১৯৫৭)। একাডেমীর এটিই প্রথম প্রকাশনা। এর নামের প্রথম শব্দটি ‘বাঙলা’ বানানে লেখা হতো, ১২শ বর্ষ ১ম সংখ্যা থেকে ‘বাংলা’ বানানে লেখা হচ্ছে।
পত্রিকাটির ১ম বর্ষের প্রথম দুই সংখ্যা সম্পাদনা করে সম্পাদনা-সংঘ; ৩য় সংখ্যা থেকে একক সম্পাদক নির্দিষ্ট হন। তখন প্রকাশনা অধ্যক্ষ (পরে কর্মাধ্যক্ষ) মোহাম্মদ ইদরিস আলী সম্পাদকের দায়িত্ব পালন করেন। ৫ম বর্ষ ৩য় সংখ্যা থেকে একাডেমীর পরিচালক (পরে মহাপরিচালক) পদাধিকার বলে এর সম্পাদক হন। শুরু থেকেই পত্রিকাটি প্রায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
পত্রিকাটি প্রথম চার বছর ছিল চতুর্মাসিক, ৫ম বর্ষ থেকে ত্রৈমাসিক রূপে প্রকাশিত হচ্ছে। ১৭শ বর্ষ ১ম সংখ্যা, ১৩৭৮ থেকে পত্রিকার নাম পরিবর্তন করে বাংলা একাডেমী গবেষণা পত্রিকা রাখা হয়। ছয় বছর পর ২৩শ বর্ষ থেকে ‘গবেষণা’ শব্দটি বাদ দিয়ে পুনরায় পূর্বনাম চালু করা হয়। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বাঙালি জাতির ইতিহাস সংক্রান্ত উচ্চমানের গবেষণা প্রবন্ধ এতে প্রকাশিত হয়। মধ্যযুগের মুসলিম সাহিত্য ও সাহিত্যিকদের ইতিহাস উদ্ধার এর একটি প্রধান উদ্দেশ্য ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে বহুবিচিত্র ও আধুনিক বিষয় এতে স্থান পেয়েছে। [বশীর আল হেলাল]