বাংলাদেশ মেডিক্যাল কলেজ
বাংলাদেশ মেডিক্যাল কলেজ বাংলাদেশে চিকিৎসা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (Bangladesh Medical Studies and Research Institute) সৌজন্যে প্রতিষ্ঠিত একটি বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়। ১৯৮৬ সাল থেকে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল ১৯৮৯ সালে অস্থায়ীভাবে মহাবিদ্যালয়টিকে অনুমোদন প্রদান করে।
এ কলেজে সাধারণত প্রতি বছর ১০০ শিক্ষার্থী ভর্তি হতে পারে। এটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। কলেজ ও সংশ্লিষ্ট হাসপাতাল (৫০০ শয্যাবিশিষ্ট) ৬ তলা একটি ভবনে রয়েছে। মূল ভবনের নিকটে প্রায় ৩,০০০ বর্গ মিটার জায়গায় আছে পৃথক বহির্বিভাগ ও জরুরি বিভাগ। ক্লিনিক্যাল বিভাগসহ ৫০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল ঢাকার উত্তরা মডেল টাউনে বর্তমানে নির্মাণাধীন। সেখানে বহির্বিভাগের একটি শাখা ইতোমধ্যেই চালু হয়েছে। কলেজের প্রায় ২৫০ বর্গ মিটার আয়তনের গ্রন্থাগারে রয়েছে পর্যাপ্ত পুস্তক ও সাময়িকী। অধ্যক্ষ এই ইনস্টিটিউটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। [আনিস ওয়াইজ ও বরেন চক্রবর্তী]