বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের চিকিৎসকদের একটি জাতীয় সংগঠন। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের তফসিল ১ অনুযায়ী নিবন্ধীকৃত চিকিৎসকরা (এম.বি.বি.এস ও সমমানের ডিগ্রিধারী) এই সংস্থার সদস্য হতে পারেন। বাংলাদেশের সব জেলায় এর শাখা রয়েছে। সদস্যদের নির্বাচিত ন্যাশনাল কাউন্সিল ও কার্যনির্বাহী পরিষদ এই সংস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ১৯৪৮ সালে পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (পূর্বাঞ্চল) হিসেবে প্রথম প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় (১৯৭১) প্রবাসী চিকিৎসকরা কলকাতায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন গঠন করেন। স্বাধীনতার পর সরকার গঠিত একটি অ্যাডহক কমিটির তত্ত্বাবধানে ১৯৭২ সালের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন কমনওয়েলথ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য; ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগী এবং ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর প্রিভেনশন অব নিউক্লিয়ার ওয়ার (IPPNW) সংঘ-এর অংশীদার। সরকার কর্তৃক গঠিত স্বাস্থ্য, চিকিৎসা ও জনসংখ্যা নিয়ন্ত্রণসহ অধিকাংশ কমিটিতেই বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব থাকে।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা করা এবং তাদের দাবি বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। কর্মরত বিজ্ঞানীদের অধিকার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স ও কৃষিবিদদের সঙ্গে একটি যৌথ সংগঠন প্রতিষ্ঠা করেছে। সংস্থাটি বি.এসসি সমন্বয় কমিটিরও সদস্য। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর সদর দফতর বি.এম.এ ভবন, ১৫ তোপখানা রোড, ঢাকা। [সারোয়ার আলী]