বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন  বাংলাদেশের বৌদ্ধদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে ১৯৮১ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। প্রথমে এর নাম ছিল ‘ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার নির্মাণ কমিটি’। ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে এস.কে চৌধুরী এবং বিশ্বপতি বড়ুয়া। ১৯৮৪ সাল থেকে এটি ‘বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন’ নামে পরিচিত হয়। ঢাকা তথা বাংলাদেশের বৌদ্ধদের বিভিন্ন পেশাজীবী শীর্ষস্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধদের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই তত্ত্বাবধানে ১৯৮১ সালে ঢাকার মেরুল বাড্ডায় প্রতিষ্ঠিত হয়  ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার

বুদ্ধের অহিংসা, মৈত্রী, সাম্য ও করুণার বাণী প্রচার, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সদ্ধর্ম প্রচার, জাতীয় আর্থসামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ এবং ধর্মীয়, শিশু, নারী, বয়স্ক ও কারিগরি শিক্ষাসহ নানাবিধ জনহিতকর কর্ম সম্পাদন এর কর্মসূচির অন্তর্ভুক্ত। দীপঙ্কর  নামে এর একটি বার্ষিক মুখপত্র রয়েছে, যার পূর্ব নাম ছিল স্মরণিকা। এর একটি যুব সংগঠনও রয়েছে (ন্যাশনাল বুদ্ধিস্ট ইয়ুথ ফেডারেশন)।  [সুকোমল বড়ুয়া]