বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নৃত্যশিল্পীদের কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন  wR.‰ gv®²vb এবং সাধারণ সম্পাদক আলতামাস আহমেদ। নৃত্যশিল্পীদের কল্যাণ সাধন করা, তাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের জন্য সচেষ্ট হওয়া এবং শিল্পীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব গড়ে তুলে সবাইকে একাত্ম করা এই সংস্থার মূল উদ্দেশ্য। এছাড়া শুদ্ধ নৃত্যচর্চা এবং তার প্রচার ও প্রসারের লক্ষ্যে নিয়মিত নৃত্যানুষ্ঠান মঞ্চায়ন ও নৃত্যের রসদীপ্ত বোদ্ধা দর্শক সৃষ্টি করাও এর এক বিশেষ উদ্দেশ্য। এ সংস্থা নৃত্যশিল্পকে জনগণের হূদয়ের কাছে পৌঁছে দিয়ে প্রমাণ করতে চায় যে, নৃত্য কেবল বিনোদন নয়, নৃত্য জীবনের কথা বলে, সমাজের কথা বলে, দেশ ও দশের কথা বলে; নৃত্যের মাধ্যমে বাঙালির  fvlv AvG±`vjbgywî×hy«¬, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি উপস্থাপন করা যায়।  [লায়লা হাসান]