বাংলাদেশ গণিত সমিতি
বাংলাদেশ গণিত সমিতি (Bangladesh Mathematical Society) বাংলাদেশের গণিতবিদদের এশটি পেশাগত সংগঠন। শিক্ষার সকল স্তরে গণিত বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা সংগঠনের উদ্দেশ্য নিয়ে ১৯৭২ সালে এই সমিতি গঠিত হয়। সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হচ্ছে: লোকগণিতসহ দেশের সর্বত্র গণিত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান, সম্প্রসারণ ও মানোন্নয়ন; গণিতবিদদের স্বার্থ ও সম্মান সংরক্ষণ; দেশবিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ রক্ষা, সমন্বয় সাধন ও আন্তঃক্রিয়া বৃদ্ধি করা; প্রবন্ধ, রিপোর্ট, সাময়িকী, জার্নাল প্রভৃতি প্রকাশের মাধ্যমে গণিত শাস্ত্রের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া; জাতীয় ও পেশাজীবীদের বিভিন্ন গণিত বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম, লেকচার ও কর্মশালার আয়োজন করা; গণিত শাস্ত্রে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদক ও সম্মান প্রদান করা; এবং দেশেবিদেশে গণিত বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা।
বাংলাদেশ গণিত সমিতি দেশে গণিত শাস্ত্রের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যে সমিতি নিয়মিত গবেষণা, আলোচনা, সেমিনার আয়োজন ও প্রকাশনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৯৭৪ সাল থেকে এই সমিতি বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের গণিত সম্মেলন (যাতে আন্তর্জাতিক অংশগ্রহণও ছিল), আঞ্চলিক সভা এবং কর্মশালার আয়োজন করেছে। গণিত পরিক্রমা এবং GANIT: Journal of Bangladesh Mathematical Society বাংলাদেশ গণিত সমিতির দুটি নিয়মিত গবেষণা পত্রিকা। উনিশশত আশির দশকে স্কুল পর্যায়ে গণিত শিক্ষার সমস্যা নিরসনে বাংলাদেশ গণিত সমিতি অনন্য ভূমিকা পালন করেছে। সরকারি অনুমোদনক্রমে সমিতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জন্য স্কুল পর্যায়ের গণিত বই রচনার গুরু দায়িত্ব পালন করে। [মাসুদ হাসান চৌধুরী]