বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিলাটেলিক স্টাডিজ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিলাটেলিক স্টাডিজ (বিআইপিএস) ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের কার্যক্রম বৃহত্তর পরিসরে উপলব্ধি করার সহায়ক বস্ত্ত হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ডাকটিকেট সংগ্রহকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৮৮ সালে একটি অলাভজনক সংগঠন হিসেবে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন সিদ্দিক মাহমুদুর রহমান। অন্যদের মধ্যে বিশ্বব্যাপী টিকেট সংগ্রাহকদের ব্যাপারে পড়াশোনা ও গবেষণা এবং বইপুস্তক, প্রবন্ধ, সাময়িকী, নির্দেশিকা, গ্রন্থ তালিকা, চেকলিস্ট, শ্রবণ ও দর্শনযোগ্য যন্ত্রপাতি এবং অন্যান্য শিক্ষামূলক সামগ্রীর বিনিময়কে উৎসাহ প্রদান এই ইনস্টিটিউটের লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ডাকটিকিটের উপর অনেকগুলি গবেষণধর্মী বই প্রকাশিত হয়েছে। ১৯৮৮ সালে এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় Bangladesh Stamps and Postal History, ১৯৯০ সালে Nobel Laureate Rabindranath Tagore through Philately, 1995 mvGj Bangladesher Dakbyabostha (In Bangla), ২০০৩ সালে Bangladesh Postage Stamps (a multimedia database programme in CD) এবং ২০০৭ সালে Postage Stamps of Bangladesh 2006, Database Interactive Multimedia Software (in CD)। [ইশতিয়াক আহমেদ খান]