বসন্তবৌরি

বসন্তবৌরি (Barbet)  কাঠঠোকরার সঙ্গে সম্পর্কিত সচরাচর রঙচঙে এক দল উষ্ণমন্ডলীয় ছোট পাখি। পৃথিবীব্যাপী এদের প্রায় ৮৪ প্রজাতির মধ্যে বাংলাদেশে রয়েছে ৫ প্রজাতি। এই পাখিদের মজবুত ঠোঁটের চারপাশে লম্বা ও সংবেদনশীল রোম (bristle) থাকে। অধিকাংশ প্রজাতি ফল খেতে ঠোঁট ব্যবহার করে। খাড়া ছোট লোম বসন্তবৌরি উষ্ণমন্ডলের বাসিন্দা, তবে অস্ট্রেলিয়ায় নেই। এদের পালক ঝলমলে, প্রধানত সবুজ রঙের।  ঠোঁট বড়সড়, মজবুত এবং সকলেরই চঞ্চুতে অল্পবিস্তর  রোম থাকে। বেশির ভাগই গাছে বাস করে এবং ফল খায়। এরা গাছের খোঁড়লে কয়েকটি সাদা ডিম পাড়ে। আফ্রিকার বসন্তবৌরি নানা রকমের। কেউ কেউ অত্যন্ত সামাজিক (একটি মরা গাছে ৫০ বা ততোধিক জোড়া বাসা বাঁধে)। কতক বসন্তবৌরি মাটিতে বা উইয়ের ঢিবিতে খাড়া গর্ত খুঁড়ে বাসা বানায়। এশিয়ার উষ্ণমন্ডলীয় বসন্তবৌরি আফ্রিকার বা উষ্ণমন্ডলীয় আমেরিকার বসন্তবৌরিদের তুলনায় আকারে কিছুটা বড় হয়ে থাকে এবং এদের ঠোঁট ও মাথা মোটা, লেজ খাটো। এদের অধিকাংশই Megalaima গণভুক্ত ও নিঃসঙ্গচর, কিন্তু উচ্চকণ্ঠ এবং বছরের বেশির ভাগ সময় ‘টউপ’, ‘ছোক’, বা ‘পপ’ শব্দে ডেকেই চলে। অবিরাম ডাকে বলে একটির নাম রাখা হয়েছে ‘কাঁসারি’ (coppersmith)। এটি একঘেয়ে অবিরাম ডাকার জন্য ‘ব্রেইনফিভার’ নামের বিভিন্ন জাতের এক দল পাখির দলভুক্ত। গাছের গুঁড়ি বা শাখায়, কখনও ভিতরের দিকের ঢালুতে বাসার জন্য গর্ত খোঁড়ে ও তাতে ডিম পাড়ে।

বাংলাদেশের পাঁচটি প্রজাতি হলো: নীল-গলা বসন্তবৌরি (Blue-throated Barbet, Megalaima asiatica)- ঘন সবুজ শরীর, মাথার টোপর ও কপাল গাঢ় লাল। চোখের উপর কালো ডোরা। মাথার পাশ, চিবুক, গলা, ঘাড়ের সামনের দিক ফ্যাকাশে নীল। ঘাড়ের দুপাশে ও ঠোঁটের গোড়ায় গাঢ় লাল ফোঁটা; নীল-কান বসন্তবৌরি (Blue-eared Barbet, Megalaima australis) গাঢ় সবুজ; মুখের একাংশ, কপাল ও চাঁদির সামনের দিক কালো; পালকের কিনার ফ্যাকাশে নীল; চাঁদির পেছনে গাঢ় নীল। কানের ঢাকনি গাঢ় লাল দাগসহ ফ্যাকাশে নীল; দাগি বসন্তবৌরি (Lineated Barbet, Megalaima lineata) গাঢ় সবুজ শরীর, মাথা ঘাড় ও বুক বাদামি, তাতে সাদা ডোরা। চওড়া ডোরাকাটা পাখি। এদের বিস্তার দেশের সর্বত্র। ছোট বসন্তবৌরি (Coppersmith Barbet (Coppersmith/ Crimsonbreasted Barbet, Megalaima haemacephala) গাঢ় লাল বুক ও কপালসহ গাঢ় সবুজ শরীর। গলা হলুদ, শরীরের নিচের দিক সবুজ ডোরাকাটা হলুদ রঙের। এটি মিশ্র-চিরসবুজ বনে থাকে এবং বড় বসন্তবৌরি (Great Barbet, Megalaima virens) সমস্ত মাথা ও গলা গাঢ় বেগুনী, পিঠ ও বুক মেরুন বাদামি, লেখ ও পাখনা সবুজ, পেটে হালকা জলপাই রঙের দাগ। এর ঠোঁট বেশ বড় ও হলুদ রঙের তবে গোড়া অল্প সবুজ এবং আগা গাঢ় রঙের।  [মোঃ আনোয়ারুল ইসলাম]