বল নদী
বল নদী (Ball River) খুলনা জেলার শিবসা নদী থেকে উদ্ভূত। এটি বের হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অর্পণগাছিয়া নদীতে পতিত হওয়ার পর উভয়ের মিলিত স্রোতধারা মালঞ্চ নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীটি যেমন গভীর তেমনি খরস্রোতা। স্রোতের প্রবল বেগ ও তান্ডবলীলার জন্যই সম্ভবত নদীটির নাম বল হয়েছে। [মোঃ মাহবুব মোর্শেদ]