বলাই ধাপ
বলাই ধাপ মহাস্থান থেকে প্রায় ১.৫ কিমি দক্ষিণ-পশ্চিমে প্রবাহিত আটোনালা নদীর পশ্চিম তীরস্থ সরলপুর গ্রামের উত্তর পার্শ্বে অবস্থিত একটি প্রত্নস্থল। প্রত্নস্থলটি বলাইধাপ নামে সমধিক পরিচিত। ইট লুণ্ঠনকারীদের হাতে প্রত্নস্থলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটির বর্তমান পরিমাপ ২০ x ১৫ x ৫ মি এবং ০.০৩ হেক্টর আয়তন নিয়ে ইটের একটি স্থাপত্যকীর্তি টিকে আছে। ইটগুলির পরিমাপ ২১ x ১৮ x ৫ সেমি এবং ২৩ x ১৯ x ৫ সেমি। বলাই ধাপে কিছু সংখ্যক মৃৎপাত্র পাওয়া গেছে। প্রত্নস্থল থেকে গুপ্ত যুগের একটি স্বর্ণাবৃত ব্রোঞ্জ মঞ্জুশ্রী মূর্তি পাওয়া গেছে। [এস.এস মোস্তাফিজুর রহমান]