বনবিদ্যা

বনবিদ্যা (Silviculture)  দারুবৃক্ষের বংশানুসৃতি ও বীজ উৎপাদন, নার্সারি প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা, উন্নয়ন, রোপণ, যত্ন ও পুনরুৎপাদন বিষয়ক বনবিজ্ঞানের একটি শাখা। বস্ত্তত বনোন্নয়ন বলতে শুধু বনবৃক্ষ উৎপাদনের তত্ত্ব ও প্রয়োগের কয়েকটি দিক বুঝায়। বন ও পরিবেশ ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বন ও কাষ্ঠপ্রযুক্তি অনুষদে বনবিজ্ঞান ও বনোন্নয়ন সম্পর্কে পাঠদানের ব্যবস্থা রয়েছে।  [আবুল খায়ের]