বগুড়া গ্রস্ত উপত্যকা

বগুড়া গ্রস্ত উপত্যকা (Bogra Graben)  দেশের পশ্চিমাঞ্চলীয় অন্তরীপ সোপানে (western foreland shelf) অবস্থিত এবং ধারাবাহিকতাহীন (discontinuous) গন্ডোয়ানা সিস্টেমের ভূগর্ভস্থ শিলা দ্বারা গঠিত। পারমিয়ান যুগ (২৮ কোটি ৬০ লক্ষ বছর থেকে ২৪ কোটি ৫০ লক্ষ বছর পূর্বে) থেকে প্রবীণ ক্রিটেসিয়াস যুগ (প্রায় ১৪ কোটি ৪০ লক্ষ বছর পূর্বে) পর্যন্ত আগ্নেয় ও পাললিক শিলার স্তরক্রম এখানে পাওয়া যায়। প্রবীণ গন্ডোয়ানা ডামুড্যা সিরিজের শিলাও বগুড়া গ্রস্ত উপত্যকায় আছে। রাজমহল স্টেজের শিলাসমূহ ডামুড্যা সিরিজের উপর অসংগতভাবে অধিশায়িত হয়ে আছে এবং এই শিলাসমূহের পুরুত্ব ক্ষয়ের কারণে কমে গেছে। শিবগঞ্জ স্তরসমষ্টির পুরুত্ব বগুড়া গ্রস্ত উপত্যকার সিংড়া-1x কূপে ১২০ মিটার এবং কুচমা-x1 কূপে ৯০ মিটার কমে গেছে। বগুড়া গ্রস্ত উপত্যকার জামালগঞ্জে ভূগর্ভস্থ তুরা স্তরসমষ্টির সন্ধান পাওয়া গেছে। সিংড়া-1x, কুচমা-x1 ও বগুড়া-x1 কূপসমূহে ভূর্গভস্থ তুরা স্তরসমষ্টির পুরুত্ব যথাক্রমে ৩৬০, ২৭০ ও ১৬৯ মিটার। বগুড়া গ্রস্ত উপত্যকার সীমানা চ্যুতি (boundary fault) অঞ্চলের কাছে বগুড়া-x1 কূপে অণুজীবাশ্মবিজ্ঞান (micropaleontology) গবেষণায় কোন ওলিগোসিন উপযুগের শিলার সন্ধান পাওয়া যায় নি, তবে নিকটবর্তী কুচমা-x1 কূপে পরাগ স্তরবিদ্যা (palynostratigraphy) গবেষণায় ওলিগোসিন শিলার সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে পশ্চিমাঞ্চলীয় অন্তরীপ সোপানের মধ্য মায়োসিন উপযুগের অবক্ষেপের একটি অংশ বগুড়া গ্রস্ত উপত্যকার কুচমা-x1, বগুড়া-x1 এবং সিংড়া-1x কূপসমূহে পাওয়া গেছে।

বগুড়া গ্রস্ত উপত্যকা আড়াআড়িভাবে (cross section) অপ্রতিসম (assymetric) এবং এর উত্তর-পশ্চিম কোণায় খাড়া দক্ষিণপূর্বাভিমুখী নতিমাত্রার (dip) প্রধান সীমানা চ্যুতি অবস্থিত, তবে দক্ষিণ পূর্বাঞ্চলের চ্যুতি বা চ্যুতি অঞ্চল হলো খানিকটা বাঁকানো (flexure)। ফলে ভূ-গঠনটি দক্ষিণপশ্চিম-উত্তরপূর্ব প্রবণ একটি অর্ধগ্রস্ত উপত্যকা, যার মধ্যে প্রায় ১,৩০০ মিটার পুরু প্রবীণ ও নবীন গন্ডোয়ানা অবক্ষেপ সঞ্চিত রয়েছে। পর্যায়ক্রমিক (alternate) বেলেপাথর, অঙ্গারময় কর্দমশিলা ও কয়লার আবর্তিত (cyclic) অবক্ষেপ চ্যুতির মাত্রা এবং ভূঅবনমনের মাত্রা নির্দেশ করে। বগুড়া গ্রস্ত উপত্যাকা হলো বগুড়া চ্যুতির নিম্নঘাত (down thrust) অংশ। এই অংশটিতে উচ্চঘাত অংশ অপেক্ষা সিলেট চুনাপাথরের পুরুত্ব বেশি। এটি চ্যুতি বরাবর খাড়া বিচলন এবং সিলেট চুনাপাথর সঞ্চয়নের সময় বগুড়া গ্রস্ত উপত্যকা বরাবর ভূঅবনমন নির্দেশ করে। বঙ্গীয় অববাহিকায় প্রবীণতম অবক্ষেপ হলো ভূগর্ভস্থ কয়লা মিশ্রিত প্রবীণ গন্ডোয়ানা স্তরক্রম। এই স্তরক্রম পশ্চিমাঞ্চলীয় অন্তরীপ সোপানের অর্ধগ্রাবেন ভূ-গঠনে পাওয়া যায়, যার মধ্যে পড়ে বগুড়া গ্রস্ত উপত্যকা এবং জামালগঞ্জ অঞ্চল। বগুড়া গ্রস্ত উপত্যকা ও জামালগঞ্জ অঞ্চলের ভূগর্ভে অনেক কয়লা স্তর মজুত রয়েছে। [সিফাতুল কাদের চৌধুরী]