ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি ব্যাংকিং ব্যবসা পরিচালনার জন্য ২২ সেপ্টেম্বর ১৯৯৯ তারিখে বাংলাদেশ ব্যাংক-এর অনুমোদন লাভ করে। ব্যাংকটি প্রতিটি ১০০ টাকা মূল্যমানের ১০ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ১,০০০ মিলিয়ন টাকা অনুমোদিত মূলধন নিয়ে ২৫ অক্টোবর ১৯৯৯ তারিখে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং ব্যবসা আরম্ভ করে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ২৩০০ মিলিয়ন টাকার মধ্যে পরিচালক ও উদোক্তাগণ ৫০% পরিশোধ করে। অবশিষ্ট ১১৫০ মিলিয়ন টাকা শেয়ার ইস্যু করার মাধ্যমে সাধারণ শেয়ার-ক্রেতাদের নিকট থেকে সংগ্রহ করা হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড উল্লেখযোগ্যসংখ্যক নতুন সঞ্চয় স্কিম চালু করেছে। এসব সঞ্চয় স্কিমের মধ্যে মাসিক সঞ্চয় স্কিম, মাসিক আমানত স্কিম এবং দ্বিগুণ আমানত স্কিম উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। ব্যাংকটি গৃহনির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন, ব্যবসাবাণিজ্য, কৃষি ও পল্লী খাত, সিকিউরড ওভারড্রাফট, কর্মচারি খাত এবং অভ্যন্তরীণ বিল ক্রয় ও বাট্টা খাতে বিনিয়োগ করে। এছাড়া অন্যান্য খাত যেমন সরকারের ইসলামি বিনিয়োগ বন্ড, ট্রেজারি বিলপ্রাইজ বন্ড খাতেও বিনিয়োগ করে।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০
অনুমোদিত মূলধন ১০০০০ ১০০০০ ৩০০০০
পরিশোধিত মূলধন ৭৮৪১ ৮৬২৫ ৯৪৮৮
রিজার্ভ ৫৪১৭ ৬৬৮৯ ৮৪০৬
আমানত ৩২০০২২ ৩৭৬৬২২ ৪২৮৭০২
ক) তলবি আমানত ১৫১৮৪ ১৬৯৪০ ১৯২৮২
খ) মেয়াদি আমানত ৩০৪৮৩৮ ৩৫৯৬৮২ ৪০৯৪১৯
ঋণ ও অগ্রিম ৩১১৬৮৫ ৩৬৪৪৮৪ ৪১৫০৯৩
বিনিয়োগ ১৫৯৮২ ১৭৫২৮ ২৩৬২২
মোট পরিসম্পদ ৩৭১৩৩৬ ৪৩৭১৭৯ ৪৯৬১৪৮
মোট আয় ১১০১৮ ১২২০৮ ১৩৩৪১
মোট ব্যয় ৫৭০২ ৬৩০২ ৭২১১
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ১১৫৭৬৪ ১৩৪৫৮০ ৭০৪৩৬
ক) রপ্তানি ১০৩৩৮ ১২২৮১ ১২৪১২
খ) আমদানি ৯২৪৩১ ১০৭৩৮৬ ৪৩০২১
গ) রেমিট্যান্স ১২৯৯৫ ১৪৯১৪ ১৫০০৩
মোট জনশক্তি (সংখ্যায়) ৩৮৯৮ ৪২০৩ ৪৪১৯
ক) কর্মকর্তা ৩১৮৯ ৩৪৪৭ ৩৫৫৮
খ) কর্মচারি ৭০৯ ৭৫৬ ৮৩১
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ২২৩ ২১৬ ২১৯
শাখা (সংখ্যায়) ১৭৭ ১৮৪ ১৯০
ক) দেশে ১৭৭ ১৮৪ ১৯০
খ) বিদেশে
কৃষি খাতে
ক) ঋণ বিতরণ ৩৪১১ ৪৯৯০ ৪৮২৯
খ) আদায় ৫১১২ ৫৮২৭ ৪৪৬০
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ ১১৮৮৫ ১৯১০৫ ১৬২১৮
খ) আদায় ১১০৫৫ ১৪৭৩৭ ১৪৩১৩
খাত ভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ২৫৫৭ ১৭২০ ২০৮৯
খ) শিল্প ২২৬৩০ ২৬১৯৫ ৩২৯৪২
গ) ব্যবসা বাণিজ্য ১৭৯০১২ ২২৫৮০৬ ২৪০৪৭৮
ঘ) দারিদ্র্য বিমোচন
সি.এস.আর ৩৪০ ১৭৪ ৫৯০

উৎস  আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন, ২০১৯-২০২০ ও ২০২০-২১

২০০৯ সালের ১ জানুয়ারি ব্যাংকটি সনাতন ব্যাংকিং ব্যবস্থা থেকে শরীয়াভিত্তিক ইসলামি ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বৈদেশিক বাণিজ্যের লেনদেনসমূহ দ্রুত সম্পাদন ও নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাংকটি ২১৯ টি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে করেসপন্ডেন্ট সম্পর্ক স্থাপন করেছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স সংগ্রহের জন্য কানাডাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এক্সচেঞ্জ হাউজ খোলা হয়েছে এবং ইটালিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এক্সচেঞ্জ হাউজ খোলার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকটির প্রধান নির্বাহী। ১৩ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদ ব্যাংকটির সার্বিক তত্ত্বাবধান এবং নীতি নির্ধারণ করার দায়িত্ব পালন করে। বর্তমানে (২০২১) ব্যাংকটির শাখার সংখ্যা ১১৯ এবং এসব শাখায় মোট ৪৪১৯ জন কর্মকর্তা-কর্মচারি কর্মরত আছেন।

২০১৯ সালে ব্যাংকের আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির অংশ ছিল ব্যাংকিং খাতের মোট আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির যথাক্রমে ৩.০ এবং ৩.৮৩ শতাংশ এবং আমানত ও ঋণ অগ্রিমের গড় সুদহার ব্যবধান দাঁড়ায় ৩.১ শতাংশ। [মোহাম্মদ আবদুল মজিদ]