ফজিলাতুন্নেছা, বেগম
ফজিলাতুন্নেছা, বেগম (১৮৯৯-১৯৭৭) শিক্ষাবিদ, লেখিকা। জন্ম ১৮৯৯ সালে টাঙ্গাইল সদর থানার নামদার কুমুল্লী গ্রামে। পিতা ওয়াজেদ আলী খাঁ ও মাতা হালিমা খাতুন। তিনি ১৯২১ সালে ম্যাট্রিকুলেশন, ১৯২৩ সালে ইডেন কলেজ থেকে আইএ এবং ১৯২৫ সালে কলকাতার বেথুন কলেজ থেকে বিএ পাস করেন। ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন এবং স্বর্ণপদক লাভ করেন। ১৯২৮ সালে তিনি গণিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য লন্ডনে গমন করেন। নিখিল বঙ্গে তিনিই প্রথম মুসলিম মহিলা গ্রাজুয়েট। ১৯৩০ সালে তিনি কলকাতায় স্কুল ইন্সপেক্টরের চাকুরি গ্রহণ করেন। ১৯৩০ সালের আগস্টে কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সমাজ-সেবক-সংঘের বার্ষিক অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।
বেগম ফজিলাতুন্নেছা ১৯৩৫ সালে কলকাতার বেথুন কলেজে গণিতের অধ্যাপক পদে যোগদান করেন। দেশ বিভাগের পর তিনি ঢাকায় এসে ইডেন কলেজে অধ্যক্ষের পদ (১৯৪৮) গ্রহণ করেন। এ পদে তিনি ১৯৫৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তাঁর প্রচেষ্টায় ইডেন কলেজ বিজ্ঞান ও বাণিজ্য বিভাগসহ ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। নারী শিক্ষা ও নারী সমাজের অগ্রগতি বিষয়ে শিখা ও সওগাত প্রভৃতি পত্রিকায় তাঁর প্রবন্ধ ও গল্প প্রকাশিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৮৭ সালে তাঁর নামে একটি মহিলা আবাসিক হলের নামকরণ করে। ১৯৭৭ সালে ঢাকায় তাঁর মৃত্যু হয়| [খান মাহবুব]