প্রব্রজ্যা

প্রব্রজ্যা  বৌদ্ধধর্মীয় আচারবিশেষ। প্রব্রজ্যার সাধারণ অর্থ গৃহত্যাগী হয়ে সন্ন্যাস গ্রহণ করা, আর বিশেষ অর্থ গৃহত্যাগের পর মুন্ডিতমস্তক হয়ে গৈরিক বসন ‘চীবর’ পরিধান করা এবং বৌদ্ধসংঘে প্রবেশপূর্বক শ্রমণ হওয়া। এ সময় তাকে বুদ্ধ, ধর্ম ও সংঘ এই ত্রিশরণ গ্রহণ করতে হয়। শ্রমণরা একজন উপাধ্যায়ের অধীন শিক্ষানবীশ থাকেন এবং দশ শিক্ষাপদ পালন করে পবিত্র জীবনযাপন করেন। বিশ বছর বয়স্ক শ্রমণরা  উপসম্পদা লাভ করে পূর্ণাঙ্গ ভিক্ষুরূপে স্বীকৃত হন।  [বিনয়েন্দ্র চৌধুরী]