পীরগঞ্জ উপজেলা (রংপুর)

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:২৫, ৬ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Robot: Automated text replacement (-'''''তথ্যসূত্র''''' +'''তথ্যসূত্র'''))

'পীরগঞ্জ উপজেলা .রংপুর জেলা')  আয়তন: ৪০৯.৩৭ বর্গ কিমি। অবস্থান: ২৫°১৮´ থেকে ২৫°৩১´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০৮´ থেকে ৮৯°২৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মিঠাপুকুর উপজেলা, দক্ষিণে পলাশবাড়ী, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ সদর (দিনাজপুর) উপজেলা, পূর্বে সাদুল্লাপুর উপজেলা, পশ্চিমে মিঠাপুকুর, নবাবগঞ্জ সদর (দিনাজপুর) ও ঘোড়াঘাট উপজেলা।

জনসংখ্যা ৩৪৫৫৯৩; পুরুষ ১৭৬০২৫, মহিলা ১৬৯৫৬৮। মুসলিম ৩১৭৮৪১, হিন্দু ২২৪৯৮, বৌদ্ধ ১৮৬৯, খ্রিস্টান ৪৫৪ এবং অন্যান্য ২৯৩১।

জলাশয় প্রধান নদী: করতোয়া, আখিরা, যমুনেশ্বরী। পীরগঞ্জকে বিল উপজেলা বলা হয়।

প্রশাসন পীরগঞ্জ থানা গঠিত হয় ১৯১০ সালে। বর্তমানে এটি উপজেলা।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব(প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
- ১৫ ৩০৮ ৩৩৩ ১২১৪১ ৩৩৩৪৫২ ৮৪৪ ৫২.৬৩ ৩৮.৫৬
উপজেলা শহর
আয়তন (বর্গ কিমি) মৌজা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
৬.২৪ ১২১৪১ ১৯৪৬ ৫২.৬৩
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
কাবিলপুর ৩৭ ৭৫০৬ ১৩৫৮৬ ১৩০১২ ৩৪.৪৩
কুমেদপুর ৪৪ ৫৮০৬ ১০৩২৮ ১০৩৭৬ ৩৪.৭৮
চতরা ৩১ ৮৫৪৩ ১১৯৯৬ ১১৪১৭ ৩৮.০১
চৈত্রকুল ২৫ ৭৪৭০ ১০২০১ ৯৮৮২ ৩৫.৭২
টুকুরিয়া ৯৫ ৬৬৬৫ ৯২১৬ ৮৪২৭ ৩৩.৭৮
পাঁচগাছা ৬৩ ৫৭২১ ১১৪০৯ ১১৩৪৮ ৪৩.৭৫
পীরগঞ্জ ৬৯ ৫৮৯৫ ১৬০১৬ ১৫৩৫৭ ৪৪.৭৯
বড় আলমপুর ০৬ ৭৯৬০ ৯৪৬৭ ৮৯১০ ৩৪.৭৫
বড় দরগাহ ১২ ৫৬৭৬ ১২৭৭৩ ১২৩৭৫ ৪১.১১
ভেন্দাবাড়ী ১৮ ৬১৯৬ ৯৮৭৩ ৯৪৮৭ ৪৩.৭৭
মদনখালী ৫০ ৬৬৮৬ ১০৬৮৪ ১০০৬৭ ৩৯.০৮
মিঠাপুর ৫৬ ৬৭৮৬ ১৩৩৫৮ ১৩০৭৫ ৩৮.৬৮
রামনাথপুর ৮২ ৮৩৪৫ ১৪৯১৮ ১৪৪১৪ ৩৯.৩১
রায়পুর ৭৫ ৫৭২৯ ১০৪৩৯ ৯৯৩৬ ৪২.৩৩
শনিরহাট ৮৮ ৬৪৬১ ১১৭৬১ ১১৪৮৫ ৩৮.০৭

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ  পাটগ্রামের রাজা নীলাম্বরের রাজবাড়ির ধ্বংসাবশেষ, শাহ ইসমাইল গাজীর মাযার ও সাতগড়ার সাতটি দুর্গ (বিরাট রাজার গড়, বিরাট রাজার গোগৃহ, কুরু পান্ডবের গড়, নোরা রাজার বাড়ী প্রভৃতি), ঝাড় বিশলা গ্রামে কবি হায়াত মাহমুদের (মধ্যযুগের কবি) বাড়ী ও মাযার, খালাশপীর হাট জামে মসজিদ, দরিয়াপুর তিনগম্বুজ মসজিদ, হাতিবান্দা মসজিদ, রায়পুর জমিদার বাড়ি ও মন্দির, খালিশা গির্জা।

ঐতিহাসিক ঘটনাবলি ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং বাজারে রাষ্ট্রভাষা বাংলার দাবীতে পূর্ণ হরতাল পালিত হয়। ঐ দিন ছাত্র ও জনসাধারণের মিলিত একটি সভায় বাংলাকে রাষ্ট্রভাষা না করা পর্যন্ত অবিরাম সংগ্রাম চালিয়ে যাবার আহবান জানানো হয় (সৈনিক, ২ মার্চ ১৯৫২)। মুক্তিযুদ্ধের শুরুর দিকে উপজেলার জনগণ ঢাকা-রংপুর মহাসড়কে আংরার ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় পাকবাহিনী জেলেপাড়া, উজিরপুর গ্রাম এবং মাদারগঞ্জ হাটে অগ্নিসংযোগ, লুটতরাজ এবং নির্যাতন করে। নভেম্বর মাস থেকে মুক্তিযোদ্ধারা চোরাগুপ্তা হামলা চালায়। এছাড়াও লালদিঘি হতে বড়দরগাহ এলাকায় মুক্তিযোদ্ধা ও পাকসেনাদের কয়েকটি সম্মুখ লড়াই সংঘটিত হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ২ (আংরার ব্রীজ ও মাদারগঞ্জ হাট)।

ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ৫২০, মন্দির ১৩০, মাযার ৮, গির্জা ৬। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: খালাশপীর হাট জামে মসজিদ, হাতীবান্ধা মসজিদ, রায়পুর জমিদার বাড়ি মন্দির।

পীরগঞ্জ উপজেলা (রংপুর


শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৯.০৭%; পুরুষ ৪৩.৩৭%, মহিলা ৩৪.৬৪%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় (১৯১৬), রায়পুর উচ্চ বিদ্যালয় (১৯৩১), মদনখালী প্রাথমিক বিদ্যালয় (১৯১০), চক করিম প্রাথমিক বিদ্যালয় (১৯২৬)।

পত্র-পত্রিকা ও সাময়িকী সাপ্তাহিক: বজ্রকণ্ঠ।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান  লাইব্রেরি ১, ক্লাব ৭০, নাট্যদল ২, বিশ্ব সাহিত্য কেন্দ্রের শাখা অফিস ১, সিনেমা হল ৩।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৭৪.৮৭%, অকৃষি শ্রমিক ২.৭%, শিল্প ০.৫৭%, ব্যবসা ৯.১৭%, পরিবহণ ও যোগাযোগ ৩.৬২%, চাকরি ৩.৬৫%, নির্মাণ ০.৭৬%, ধর্মীয় সেবা ০.১৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৮% এবং অন্যান্য ৩.৭%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৭.৯৪%, ভূমিহীন ৪২.০৬%। শহরে ৫৫.৮৫% এবং গ্রামে ৫৮.০১% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, গম, ভূট্টা, আখ, সরিষা, আলু, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি পাট, অড়হর, আউশ ধান।

প্রধান ফল-ফলাদিব আম, কাঁঠাল, জাম, লিচু, পেঁপে, কলা।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার হাঁস-মুরগি ৩০, গবাদিপশু ৩৫, মৎস্য ৩৫।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১৪০ কিমি, কাঁচারাস্তা ৪৪০ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি ও গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা ধানকল, করাতকল, তেলকল, ওয়েল্ডিং কারখানা।

কুটিরশিল্প লৌহশিল্প, মৃৎশিল্প, রেশমশিল্প, পাটের কাজ, কাঠের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ২৭, মেলা ১০। খালাশপীর হাট, ভেন্দাবাড়ী হাট, মাদারগঞ্জ হাট, চতরা হাট, শনিরহাট, টুকুরিয়া হাট, কলোনীর বাজার হাট, কাদিরাবাদ বাজার, বালুয়া বাজার, পীরগঞ্জ বাজার এবং রামনাথপুর বৈশাখী মেলা, জাফরপুরের বউরাণী মেলা, বড়বিল বারুণী মেলা, হরিণ সিংগার দিঘি বারুনী মেলা, ভেন্দাবাড়ী মেলা, ফুলবাড়ি মেলা ও বড় দরগাহ মহররম মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য   ধান, গম, আলু, কলা, আখের গুড়, শাকসবজি।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ১৩.১৫% (শহরে ৪৮.৩৯% এবং গ্রামে ১২.০৯%) পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

প্রাকৃতিক সম্পদ  মাগুরা (খালাশপীর) কয়লাখনি।

পানীয়জলের উৎস নলকূপ ৯৪.০৮%, ট্যাপ ০.১৬%, পুকুর ০.২১% এবং অন্যান্য ৫.৫৫%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ১০.৩% (শহরে ৩৭.১২% এবং গ্রামে ৯.৫%) পরিবার স্বাস্থ্যকর এবং ২৭.৮৭% (শহরে ২৫.৯৩% এবং গ্রামে ২৭.৯৩%) পরিবার অস্বাস্থ্যকর  ল্যাট্রিন ব্যবহার করে। ৬১.৮৩% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১২, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ১৫, দাতব্য চিকিৎসালয় ৭।

এনজিও  ব্র্যাক, আশা,  হীডস বাংলাদেশ।

[আবু মো. ইকবাল. রুমী শাহ্]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; পীরগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।