পারিল বার্তাবহ
পারিল বার্তাবহ পাক্ষিক বাংলা সংবাদপত্র। পত্রিকাটি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল নওহাদ্দা গ্রাম থেকে প্রকাশিত হয়। মৌলভী আনিস উদ্দীন আহমদ কর্তৃক সম্পাদিত এ পত্রিকাটি ঢাকার একটি ছাপাখানা থেকে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক তাঁর নিজ গ্রাম পারিল থেকে প্রকাশিত হতো। পত্রিকাটি ১৮৭৪ সালে প্রথম প্রকাশিত হয় এবং এটি বেশ কয়েক বছর চালু ছিল। এ সময়ে পত্রিকাটি বিভিন্ন মাত্রার সংবাদ ও ফিচারের পাশাপাশি প্রধানত নৈতিকতা ও জীবনের মূল্যবোধ সম্পর্কে উপদেশাবলি প্রচার করে। পারিল বার্তাবহ পূর্ববঙ্গ থেকে কোনো মুসলমান কর্তৃক সম্পাদিত প্রথম সংবাদপত্র। [মুয়ায্যম হুসায়ন খান]