ন্যাশনাল ইনস্টিটিউট অব লোক্যাল গভর্নমেন্ট
ন্যাশনাল ইনস্টিটিউট অব লোক্যাল গভর্নমেন্ট পৌর ও গ্রামীণ স্থানীয় সরকার সংস্থার নির্বাচিত ও মনোনীত প্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দানের লক্ষ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত একমাত্র প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।
পাকিস্তান আমলে পাকিস্তান একাডেমী ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা এবং প্রশিক্ষণের দায়িত্ব পালন করত। কিন্তু এ দুটি প্রতিষ্ঠানের পক্ষে এ দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হয় নি। ফলে ১৯৬৫ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত গভর্নরদের সম্মেলনে একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব করা হয় এবং পূর্ব পাকিস্তানে এই প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকার ১৯৬৭ সালে আন্তর্জাতিক উন্নয়নে পরামর্শ দানকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থাকে নিয়োগ দান করে। এ সংস্থার প্রতিবেদনের আলোকে ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অর্ডিন্যান্স ১৯৬১ বলে ১৯৬৯ সালের ১ জুলাই একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে স্থানীয় সরকার ইনস্টিটিউট স্থাপিত হয়। বাংলাদেশে ১৯৮০ সালে এই ইনস্টিটিউটের নতুন নামকরণ হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব লোক্যাল গভর্নমেন্ট।
প্রতিষ্ঠানটির লক্ষ্য ও কার্যাবলির মধ্যে রয়েছে: (১) সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ প্রভৃতি স্থানীয় সরকার সংস্থার নির্বাচিত ও মনোনীত প্রতিনিধি এবং নিয়োগকৃত কর্মচারীদের স্থানীয় সরকার প্রশাসন ও উন্নয়নের বিভিন্ন দিকের উপর প্রশিক্ষণ দান; (২) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট সমস্যাবলি ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা পরিচালনা; (৩) সরকার অভিপ্রায় ব্যক্ত করলে স্থানীয় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগকে বিশেষজ্ঞ পরামর্শ দান; (৪) স্থানীয় সরকারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সরকারি সংস্থার কর্মচারীদের প্রশিক্ষণ দান; (৫) স্থানীয় সরকার সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট নীতি, কর্মসূচি ও সমস্যাবলির উপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালা, সেমিনার ও সম্মেলন অনুষ্ঠান; (৬) তথ্য সংগ্রহ এবং সময়ে সময়ে স্থানীয় সংস্থার কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয়ে অগ্রগতি মূল্যায়ন; (৭) দলিলপত্র ও প্রামাণিক তথ্য সরবরাহের সুবিধা প্রদান এবং স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি জাতীয় দলিল ও তথ্য কেন্দ্র গড়ে তোলা; (৮) স্থানীয় সরকার সম্পর্কিত সাময়িকী প্রকাশ, গবেষণা কার্য সম্পাদন এবং মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন; (৯) গ্রন্থাগার ও পাঠকক্ষ পরিচালনা; (১০) প্রশিক্ষণ ও গবেষণা কর্মসূচির সমন্বয় সাধন এবং স্থানীয় সরকার সম্পর্কিত প্রশিক্ষণ, গবেষণা, প্রকাশনা ও দলিলপত্র সংরক্ষণের উপর একটি জাতীয় প্রাতিষ্ঠানিক কার্যক্রম গড়ে তোলা; (১১) দেশের অভ্যন্তরে অনুরূপ প্রতিষ্ঠান এবং যুগপৎ অন্যান্য দেশের অনুরূপ সংগঠনের সঙ্গে সংযোগ স্থাপন; (১২) স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ; (১৩) স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স চালু করা; এবং (১৪) সরকারের সিদ্ধান্ত মোতাবেক যখন যেভাবে প্রয়োজন অন্য যেকোন কর্মসূচি গ্রহণ।
এ ইনস্টিটিউটটি ঢাকার আগারগাঁওয়ে নিজস্ব ভবনে পরিচালিত। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে মহাপরিচালক বোর্ড অব গভর্নর্সের নির্দেশ অনুযায়ী তার দায়িত্ব পালন করেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব লোক্যাল গভর্নমেন্ট আইন ১৯৯২ অনুসারে এই বোর্ড গঠিত হয়। প্রশিক্ষণ ও পরামর্শ দান, গবেষণা ও পরিকল্পনা প্রণয়ন, প্রশাসন ও সমন্বয় প্রতিটি বিষয়ের জন্য পৃথক বিভাগ রয়েছে। প্রত্যেক বিভাগের শীর্ষে রয়েছেন একজন পরিচালক এবং তার অধীনে রয়েছেন কয়েকজন উপপরিচালক ও সহকারি পরিচালক। [মোহাম্মদ এহসান]