নীলসাগর
নীলসাগর (Nilsagar) নীলফামারী জেলার উত্তর-পশ্চিমে ১৪ কিমি দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাংগা মৌজায় অবস্থিত একটি প্রসিদ্ধ স্থান। রাজা বিরাট এর সময় গোড়গ্রামে অসংখ্য গরুর আস্তানা ছিল। এ সমস্ত গরুকে পানি খাওয়ানোর সুবিধার্থে অষ্টম শতাব্দীতে তিনি এখানে একটি বৃহৎ দিঘি খনন করেন যার নাম রাখা হয় ‘বিরাট দিঘি’ বা ‘বিরনা দিঘি’ সংক্ষেপে ‘বিন্না দিঘি’। বাংলাদেশের স্বাধীনতার পর এ দিঘির নামকরণ করা হয় নীলসাগর। দিঘির পূর্ব পাড়ে হিন্দু মন্দির ও পশ্চিম পাড়ে একজন মুসলিম দরবেশের আস্তানা রয়েছে। এ দিঘির এলাকা ২১.৪৪৯ হেক্টর ও গভীরতা স্থান বিশেষে ৭ থেকে ১২ মিটার। দিঘির চারিদিকে ইটের দেয়াল রয়েছে এবং কারুকার্য করা মূল গেটটি রাজা বিরাট- এর সময়ে তৈরি। প্রতিবছর বৈশাখ মাসের পূর্নিমায় বারুনী স্নান উপলক্ষে এ দিঘির পাড়ে মেলা বসে। দিঘির পার্শেতই কীর্তনিয়া পাড়া। হরিকীর্তন গায়করা বিভিন্ন কীর্তন ও গান বাজনা দিয়ে মেলার আসর জমজমাট করে তোলে। প্রতিবছর শীতকালে এখানে সাইবেরিয়া থেকে বিভিন্ন জাতের অতিথি পাখির আগমন ঘটে। এ সময় প্রচুর পর্যটকদের দেখা যায়। এটি একটি সুন্দর বিনোদন কেন্দ্র। [মোঃ তুহীন মোল্লা]