নিপসম

নিপসম (National Institute of Preventive and Social Medicine/NIPSOM)  একটি জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান। এটি ১৯৭৮ সালে ঢাকার মহাখালীতে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য-ব্যবস্থার উন্নয়নে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা ও স্নাতকোত্তর শিক্ষা  প্রদান করা।

প্রতিষ্ঠানটি সার্বিকভাবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং তৎকর্তৃক পরিচালিত। পরিচালক প্রতিষ্ঠানটির প্রধান। প্রতিষ্ঠানটির ১২টি বিভাগের মধ্যে রয়েছে: জীব পরিসংখ্যান, কমিউনিটি মেডিসিন, মেডিকেল এন্টোমোলজি, ইপিডেমিওলজি, পরিবেশ ও পেশাগত স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, অনুজীববিদ্যা, পুষ্টিবিজ্ঞান ও প্রাণরসায়ন, জনশক্তি, জনস্বাস্থ্য ও হাসপাতাল ব্যবস্থাপনা এবং পরজীবীবিদ্যা। এ প্রতিষ্ঠানে জনস্বাস্থ্য প্রশাসন, কমিউনিটি মেডিসিন, হাসপাতাল ব্যবস্থাপনা, ইপিডেমিওলজি এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনসহ জনস্বাস্থ্যের বিভিন্ন শাখায় এম.পি.এইচ কোর্স চালু আছে।

এছাড়া জনস্বাস্থ্যের উপর এক বছর মেয়াদি আটটি স্নাতকোত্তর কোর্স এবং দুই বছর মেয়াদি এম.ফিল কোর্স চালু রয়েছে। ১৯৯০ সালে এই ইনস্টিটিউট স্কুল অব পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন এবং এশিয়া প্যাসিফিক কনসোর্টিয়াম ফর পাবলিক হেলথ এর সদস্য হয়। ২০০০ সাল পর্যন্ত এই ইনস্টিটিউট থেকে প্রায় ১৪০০ জন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে এবং স্বল্পমেয়াদি কোর্সে বিভিন্ন বিষয়ের উপর প্রায় ৩০০০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৯৯৯ সাল থেকে নিপসম বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিকেল অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর অধিভুক্ত হয়। নিপসমের একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে।  [বায়েজীদ আকতার]