নাটোর সদর উপজেলা

নাটোর সদর উপজেলা (নাটোর জেলা)  আয়তন: ২২২.৮০ বর্গ কিমি। অবস্থান: ২৪°১৯´ থেকে ২৪°৩৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫১´ থেকে ৮৯°০৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে আত্রাই ও বাগমারা উপজেলা, দক্ষিণে বাগাতিপাড়া ও বরাইগ্রাম উপজেলা, পূর্বে সিংড়া ও গুরুদাসপুর উপজেলা, পশ্চিমে পুঠিয়া ও বাগমারা উপজেলা।

জনসংখ্যা ৩১৩১১৮; পুরুষ ১৫৭৪৯৮, মহিলা ১৫৫৬২০। মুসলিম ২৮৬৫২১, হিন্দু ২৪৩১০, বৌদ্ধ ২, খ্রিস্টান ৭৩১ এবং অন্যান্য ১৫৫৪। এ উপজেলায় ওরাওঁ, সাঁওতাল, বুনা প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

জলাশয় প্রধান নদী: নন্দকুঁজা ও বারনই।

প্রশাসন নাটোর থানা গঠিত হয় ১৭৯৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে। ১৮৬৯ সালে নাটোর পৌরসভা গঠিত হয়।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব(প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১৫৬ ২০৬ ৮১২০৩ ২৩১৯১৫ ১৪০৫ ৭৫.১ ৫১.০
পৌরসভা
আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার(%)
১৪.৮০ (২০০১) ৩৩ ৮১২০৩ ৪৭৮৬ (২০০১) ৭৫.১
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার(%)
পুরুষ মহিলা
কাফুরিয়া ৫১ ৭৯৪১ ১৫৯৭৫ ১৬০৯৬ ৫৪.২
ছাতনী ২৯ ৮২৮৭ ১৮০৯১ ১৭৯৩১ ৫১.৪
তেবাড়িয়া ৯৪ ৬৩৭৩ ১৮৩১৬ ১৭৭৮৯ ৫১.৯
দিঘাপাতিয়া ৩৬ ৮২২৫ ১৭৮৯০ ১৭৫৮৯ ৪৭.৯
বড় হরিশপুর ১২ ৮৫২২ ১৮৫৪১ ১৮১৪৭ ৫৪.৪
লক্ষীপুর-খোলাবাড়িয়া ৬৫ ৬৬৩৪ ১৪৩৯৯ ১৪৭৩৫ ৫০.৫
হালসা ৪৩ ৫৫২৩ ১৩০১৪ ১৩৪০২ ৪৬.১

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ নাটোর রাজবাড়ি ও দিঘাপাতিয়া রাজবাড়ি (পরবর্তী উত্তরা গণভবন), তাম্রনির্মিত মদনমোহন রথ (মাধবনগর), গরুড়োপরি বিষ্ণুমূর্তি (কুড়িয়াপাড়া)।

ঐতিহাসিক ঘটনা এ উপজেলায় ১৮৫৯-৬০ সালে নীল বিদ্রোহ সংঘটিত হয়। ১৯৩২ সালে বীরকুৎসা গ্রামের জমিদারের বিরুদ্ধে খাজনা বন্ধ আন্দোলন সংঘটিত হয়।

মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৯ মার্চ মুক্তিযোদ্ধা ও পাকসেনাদের মধ্যে লড়াইয়ে ৪০ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। ৩ জুন ছাতনী গ্রামে পাকবাহিনী তিন শতাধিক লোককে নির্বিচারে হত্যা করে। উপজেলার ১টি স্থানে গণকবরের সন্ধান পাওয়া গেছে।

বিস্তারিত দেখুন নাটোর সদর উপজেলা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা ২০২০, খণ্ড ৫।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৫৬৬, মন্দির ৪৬, গির্জা ৩। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: বুড়া পীরের দরগা, জয়কালীবাড়ি মন্দির।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৪.০%; পুরুষ ৫৬.৩%, মহিলা ৫১.৫%। কলেজ ১৭, মাধ্যমিক বিদ্যালয় ৫৫, প্রাথমিক বিদ্যালয় ১৬২, পিটিআই ১, এনজিও পরিচালিত স্কুল ২০৯, মূক ও বধির শিক্ষা প্রতিষ্ঠান ১, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ১০, মাদ্রাসা ২২। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: নবাব সিরাজউদৌলা সরকারি কলেজ (১৯৬৫), নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১৯৪৪), নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬৭), দিঘাপাতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়, নাটোর মহারাজা জগদীন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় (১৮৮৪), মাধবনগর এস.আই উচ্চ বিদ্যালয় (১৯৩০)।

পত্র-পত্রিকা ও সাময়িকী  দৈনিক: উত্তরবঙ্গ বার্তা, উত্তরপথ,  প্রকাশ, জনদেশ; সাপ্তাহিক: নাটোর বার্তা, অতিক্রম, উত্তরসূরী।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, ক্লাব ২০, সিনেমা হল ৪, নাট্যমঞ্চ ১, নাট্যদল ৬, মহিলা সংগঠন ৫।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫৮.৬৮%, অকৃষি শ্রমিক ৪.৩৩%, শিল্প ১.০২%, ব্যবসা ১৫.০০%, পরিবহণ ও যোগাযোগ ৪.০৬%, চাকরি ৭.৯৯%, নির্মাণ ১.২২%, ধর্মীয় সেবা ০.১৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৯৯% এবং অন্যান্য ৬.৫৩%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫১.২০%, ভূমিহীন ৪৮.৮%। শহরে ৪৪.৮৬% এবং গ্রামে ৫৫.১৪% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, গম, আখ, পাট, আদা, হলুদ, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি আউশ ধান।

প্রধান ফল-ফলাদি  আম, কাঁঠাল, কলা, লিচু।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার গবাদিপশু ১২২, হাঁস-মুরগি ৪৫, হ্যাচারি ২১।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৩৯৬ কিমি, আধা-পাকারাস্তা ৩০ কিমি, কাঁচারাস্তা ৫৭৮ কিমি; রেলপথ ৩৪ কিমি; নৌপথ ৪.৩ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও মহিষের গাড়ি।

শিল্প ও কলকারখানা নাটোর সুগার মিল।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, মৃৎশিল্প, লৌহশিল্প।

হাটবাজার ও মেলা হাটবাজার ৪০, মেলা ২৯। তেবাড়িয়া হাট এবং কালীপূজা মেলা, মদনমোহন রথ মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য  চিনি, গম, শাকসবজি।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৫৫.৮% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯১.৮%, ট্যাপ ৪.৪% এবং অন্যান্য ৩.৮% ।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৭৮.৮% পরিবার স্বাস্থ্যকর এবং ১৬.৫% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৪.৭% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ২, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ১২, উপস্বাস্থ্য কেন্দ্র ৪, মাতৃ ও শিশুমঙ্গল কেন্দ্র ১, পরিবার কল্যাণ কেন্দ্র ৮, বক্ষব্যাধি ক্লিনিক ১, ক্লিনিক ৩৭।

এনজিও ব্র্যাক, আইটিসিএল, কেয়ার, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ।  [মো. রেজাউল করিম]

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; নাটোর সদর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।