নলছিটি নদী
নলছিটি নদী (Nalchhity River) আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীরই একটি বর্ধিত অংশ। আড়িয়াল খাঁ নদীটি বরিশাল সদর উপজেলার ভাসানী চরে এসে ভাসানীচর এবং বরিশাল শহরের ৫ কিমি উত্তরে কীর্তনখোলা নাম ধারণ করে। একই নদী বরিশাল শহরের ৬ কিমি ভাটিতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় প্রবেশ করে নাম ধারণ করে নলছিটি। এরপর ঝালকাঠি শহরের কাছে এসে এক বড় বাঁকের সৃষ্টি করে বিষখালী নামে সোজা দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পাথরঘাটার ১৩ কিমি ভাটিতে বলেশ্বর-হরিণঘাটা মোহনায় বঙ্গোপসাগরে পড়েছে। [মাসুদ হাসান চৌধুরী]