নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ
নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র (Renewable Energy Research Centre) নবায়নযোগ্য শক্তি রূপান্তর প্রক্রিয়া উন্নয়ন সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এই সাধারণ উদ্দেশ্য ছাড়াও কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগকে সম্পৃক্ত করে বিজ্ঞানের বিভিন্ন শাখা, বিশেষ করে, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান অনুষদের আওতায় ১৯৮৬ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠা লাভ করে। এটি একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে গঠিত একটি উপদেষ্টা বোর্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। উপাচার্য কর্তৃক মনোনীত একজন পরিচালক গবেষণা কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এই গবেষণা কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হচ্ছে: সৌরশক্তি এবং সেই সঙ্গে শক্তির অন্যান্য বিকল্প উৎসসমূহ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করা; সৌরশক্তি সংক্রান্ত বহুশাস্ত্রীয় গবেষণা কার্যক্রম প্রতিষ্ঠায় সহায়তা করা; এ লক্ষ্যে আন্তর্জাতিক সহায়তা ও সহযোগিতা অনুসন্ধান করা এবং দেশেবিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানী ও প্রকৌশলিদের মধ্যে সমন্বয় সাধন ও যোগাযোগ প্রতিষ্ঠা। গবেষণা কেন্দ্রটির একটি নিজস্ব বৈজ্ঞানিক গবেষণাগার রয়েছে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক গবেষক এই গবেষণা কেন্দ্রে গবেষণাকর্ম পরিচালনা করে থাকেন।
নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের উদ্যোগে সৌরশক্তি বিষয়ক একটি জাতীয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল যাতে অংশ নিয়েছিলেন বিভিন্ন গবেষক, পন্ডিত, শিক্ষক, সাংবাদিক, সরকারি প্রতিষ্ঠান এবং এনজিও। এছাড়া প্রতি বছর কেন্দ্রের গবেষকবৃন্দ তাদের নব নব গবেষণা কার্যক্রম বিভিন্ন দেশিয় ও আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃত সাময়িকীতে প্রকাশ করে থাকেন। বর্তমানে গবেষণা কেন্দ্রটিতে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার ওপর দীর্ঘমেয়াদি গবেষণা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ এবং প্রযুক্তিটি জনপ্রিয় করার প্রচেষ্টা চালানো হচ্ছে। [মোঃ কামরুল আলম খান]
আরও দেখুন সৌর উদ্যান।