নজরুল ইনস্টিটিউট

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৫৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

নজরুল ইনস্টিটিউট  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি রক্ষার্থে ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার ধানমন্ডিস্থ কবিভবনে সরকার প্রতিষ্ঠিত একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে: ১. কবির রচনাবলি সম্পর্কে ব্যাপক অধ্যয়ন ও গবেষণা করা; ২. তাঁর সঙ্গীতসহ যাবতীয় রচনা সংগ্রহ, সংরক্ষণ, সম্পাদনা ও প্রকাশ করা; ৩. তাঁর সামগ্রিক অবদান সম্পর্কে আলোচনা-সভা, বক্তৃতামালা, সেমিনার, সম্মেলন ইত্যাদির ব্যবস্থা করা; ৪. তাঁর জীবন ও কর্ম সম্পর্কে বইপত্র, গানের রেকর্ড, টেপ, ছবি, ফিল্ম ইত্যাদি নিয়ে গ্রন্থাগার প্রতিষ্ঠা করা; ৫. তাঁর গানের বিকৃতিরোধ এবং সঠিক পরিবেশন ও প্রচারের উদ্দেশ্যে গানের  স্বরলিপি প্রণয়ন,  গ্রামোফোন রেকর্ড, টেপরেকর্ড ও ছায়াছবি নির্মাণ ও তদারকি করা; ৬. তাঁর কবিতা আবৃত্তি ও  সঙ্গীত বিষয়ে প্রশিক্ষণ দান এবং ৭. তাঁর সম্পর্কিত গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য লেখকদের পুরস্কার প্রদান। ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হচ্ছেন এর প্রধান কর্মকর্তা; তাঁকে পরামর্শ দেওয়ার জন্য রয়েছে একটি ট্রাস্টি বোর্ড।

নজরুল ইনস্টিটিউট গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। নানা প্রকার গবেষণা গ্রন্থ, স্মারকগ্রন্থ, বাংলা ও ইংরেজি পত্রিকা, নজরুলের রচনার নতুন সংস্করণ, শাখাভিত্তিক বিভিন্ন সংকলন, গানের স্বরলিপি, অ্যালবাম, নজরুল-রচনার ইংরেজি অনুবাদ ইত্যাদি নিয়ে ইনস্টিটিউটের প্রকাশনার সংখ্যা বিপুল। স্ত্রী প্রমীলা ও সন্তানসহ নজরুলের ছবি ও নজরুলস্মৃতি সংক্রান্ত ১১০টি চিত্রসহ নজরুল-অ্যালবাম (১৯৯৪) এর একটি উল্লেখযোগ্য প্রকাশনা। সতেরো খন্ডে নজরুলসঙ্গীতের স্বরলিপিও প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠা বছরেই নজরুলের গানের বাণী ও সুরের শুদ্ধতা যাচাই করার জন্য বিশেষজ্ঞ সমন্বয়ে একটি ‘নজরুলসঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ’ গঠিত হয়। এ পরিষদ প্রধানত মূল গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুরের সঙ্গে মিলিয়ে নজরুলসঙ্গীতের প্রমাণীকরণের কাজ করে থাকে।

#চিত্র:নজরুল ইনস্টিটিউট html 88407781.png

  1. নজরুল ইনস্টিটিউট

নজরুলসঙ্গীত বিষয়ক একটি উল্লেখযোগ্য গ্রন্থ আদি রেকর্ড-ভিত্তিক নজরুল-সঙ্গীতের নির্বাচিত বাণী সংকলন সম্প্রতি প্রকাশিত হয়েছে। একালের শিল্পীদের কণ্ঠে নজরুলের গানের ক্যাসেট বের করে তা প্রচার করাও ইনস্টিটিউটের কার্যক্রমের অন্তর্ভুক্ত। নজরুলসঙ্গীত বিশেষজ্ঞ সুধীন দাশ ও সোহরাব হোসেনের তত্ত্বাবধানে এরূপ চারটি ক্যাসেট প্রকাশিত হয়েছে। তাঁরা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত সঙ্গীতশিল্পীদের প্রশিক্ষণও দিয়ে থাকেন।

ইনস্টিটিউটের তত্ত্বাবধানে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম সংক্রান্ত অনেক দুর্লভ উপাদান সংগৃহীত হয়েছে। সেগুলির মধ্যে কবির দুর্লভ আলোকচিত্র, কবিতার  পান্ডুলিপি, আদি গ্রামোফোন রেকর্ড, মূল্যবান গবেষণা উপকরণ উল্লেখযোগ্য। এতে নজরুলের ব্যক্তিগত জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে নতুন করে গবেষণা করার সুযোগ সৃষ্টি হয়েছে। ইনস্টিটিউটের উদ্যোগে ১৯৯৯ সাল নজরুলের জন্মশতবর্ষরূপে পালিত হয়। এ উপলক্ষে সারা বছর বক্তৃতামালা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রকাশনা প্রভৃতি কার্যক্রম গ্রহণ করা হয়।  [ওয়াকিল আহমদ]