দৌলত শাহ বিন মউদুদ
দৌলত শাহ বিন মউদুদ (১২২৯-১২৩০) শাহজাদা নাসিরুদ্দীন মাহমুদ এর মৃত্যুর পর বাংলার শাসনকর্তা নিযুক্ত হন। তাঁর পূর্ব পরিচয় অজ্ঞাত। তিনি দিল্লির সুলতানের অনুগত একজন খলজী অভিজাত ছিলেন বলে অনুমান করা হয়। তিনি ৬২৭ হিজরি (১২৩০ খ্রি.) তারিখ সম্বলিত একটি মুদ্রা চালু করেন। এ মুদ্রায় তিনি নিজেকে সুলতান বলে চিহ্নিত করে পারসিক কায়দায় শাহ-ইন-শাহ উপাধি ধারণ করেন এবং দিল্লির সুলতান ইলতুৎমিশকে সুলতান-ই-আজম রূপে উল্লেখ করেন। দৌলত শাহ বাংলায় খলজী আধিপত্য পুনঃপ্রতিষ্ঠায় সচেষ্ট হন এবং ইলতুৎমিশের নামমাত্র আনুগত্য স্বীকার করে তাঁকে শান্ত রাখার চেষ্টা করেন। কিন্তু ইখতিয়ারউদ্দীন বলকা খলজী নামে অপর এক খলজী অভিজাত অচিরেই তাঁকে বিতাড়ন করেন। [এ.বি.এম শামসুদ্দীন আহমদ]