দেবদারু
দেবদারু (Debdaru) Annonaceae গোত্রের লম্বা সুশ্রী, চিরহরিৎ বৃক্ষ Polyalthia longifolia-এর স্থানীয় নাম।
গাছের বাকল মসৃণ, গাঢ় ধূসর, পাতা তরঙ্গিত, ঝুলে ধাকা শাখা-প্রশাখা ক্রন্দনরত (weeping) অবস্থার সৃষ্টি করে। ফুল হলুদাভ সবুজ ও সাধারণত গুচ্ছবদ্ধ। দেবদারুর আদি নিবাস শ্রীলঙ্কায়, বাংলাদেশে বিদেশি গাছ হিসেবে এক সময় এটি রোপিত হয়েছিল। সৌন্দর্যবৃদ্ধিতে বড় রাস্তার মধ্যদ্বীপে এবং বাড়ীর দেয়াল ঘেঁসে এর রোপন সমাদৃত। আকারে বড় ও ঊঁচু আরেকধরনের দেবদারু বৃক্ষ রয়েছে যাদের দৃঢ় শাখা নীচ থেকে উপরদিকে ক্রমশ হ্রস্ত হয়ে পিরামিড এর আকৃতি ধারণ করে এবং বাংলাদেশে বিশেষ করে শহরাঞ্চলে সাধারণত এগুলো পথতরু হিসেবে রোপিত হয়ে থাকে। এছাড়াও কিছু পত্রমোচী জাতও আছে। কাঠ সাদা বা সাদাটে-হলুদ, হালকা, নমনীয়, অাঁশ ঘনবদ্ধ ও মসৃণ। দেবদারুর ঢোল, পেনসিল, ছোট বাক্স ও দিয়াশলাইসহ নানা কাজে এ কাঠ ব্যবহার্য। গাছের বাকলের ভেষজ গুণ আছে এবং জ্বরনাশক হিসেবে অনেক সময় ব্যবহূত হয়। [মোঃ মাহফুজুর রহমান]