তুনগাছ

তুনগাছ (Toon)  Meliaceae পরিবারের বৃহৎ পর্ণমোচী (deciduous) বৃক্ষ Toona ciliata। এ বৃক্ষ ২৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে, দেখতে অত্যন্ত সুন্দর। পাতা যৌগিক রেসিম এবং দৈর্ঘ্য হয় ৩০ থেকে ৬০ সেমি পর্যন্ত। পত্রফলকের প্রান্তভাগ খাঁজযুক্ত (serrate)। পুষ্পমঞ্জুরি পেনিকল, বর্ণ সাদা, পিরামিড আকৃতির। ফুল ক্ষুদ্র ও ঘ্রাণযুক্ত। ফল ক্যাপসিওল এবং দৈর্ঘ্য হয় প্রায় ২.৫ সেমি। এপ্রিল থেকে মে মাসে পাকা ফল ফেটে বেরিয়ে আসে প্রচুর পরিমাণ ক্ষুদ্র বীজ যা বাতাসে ভাসতে ভাসতে মাটিতে এসে পড়ে। কাঠের বর্ণ লালচে থেকে গাঢ় লাল পর্যন্ত হতে পারে।

তুনগাছের আদি নিবাস চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। বর্তমানে বাংলাদেশের প্রায় সর্বত্র কাঠ উৎপাদনকারী এক বৃক্ষ হিসেবে এটি জন্মানো হয়।  [আবুল খায়ের]