তিতাস নদী

তিতাস নদী (Titas River)  ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আগরতলার কাছ দিয়ে পশ্চিমে প্রবাহিত হওয়ার পর আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আশুগঞ্জের দক্ষিণে মেঘনায় পড়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৯৮ কিমি। মেঘনার একটি শাখানদীর নামও তিতাস। এটি চাতলাপুর-এ মেঘনা থেকে বেরিয়ে গিয়ে নবীনগরে আবার মেঘনায় পড়েছে।  [সুলতানা নাসরিন বেবী]