তারিণীচরণ মিত্র
তারিণীচরণ মিত্র (আনু. ১৭৭২-১৮৩৭) ফোর্ট উইলিয়ম কলেজের হিন্দুস্থানি ভাষা বিভাগের প্রধান মুনশি ও অন্যতম বাংলা গদ্য লেখক। তিনি কলকাতার অধিবাসী ছিলেন। বাংলা, উর্দু, হিন্দি, আরবি, ফারসি ও ইংরেজি ভাষায় তিনি পারদর্শী ছিলেন।
১৮০১ সালে ফোর্ট উইলিয়ম কলেজে যোগদান করে তারিণীচরণ ১৮৩০ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। এ পদে চাকরিরত অবস্থায়ই তিনি ১৮২৮ সালে জুরি নির্বাচিত হন। অবসর গ্রহণের পর তিনি কাশীরাজের কর্মচারী পদে চাকরি করেন। তিনি কলিকাতা স্কুল-বুক সোসাইটির (১৮১৭) পরিচালনা কমিটির সদস্য এবং পরে এর সম্পাদক হন। তিনি কলকাতার সংস্কৃত কলেজের প্রধান ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হিন্দু রক্ষণশীলদের সংগঠন ‘ধর্মসভা’রও (১৮৩০) সদস্য ছিলেন। এ সভা সতীদাহ প্রথা নিবারণের বিপক্ষে ছিল। তারিণীচরণ নিজে এ বিষয়ে প্রবন্ধ লিখেছেন। তিনি রাধাকান্ত দেব ও রামকমল সেনের সহযোগিতায় নীতিকথা নামে ঈশপের গল্পের বাংলা অনুবাদ করেন। এছাড়া ১৮০৩ সালে তিনি ঙৎরবহঃধষ ঋধনঁষরংঃ-এর বাংলা, উর্দু ও ফারসি অনুবাদ করেন। কাশীতে তাঁর মৃত্যু হয়। [ওয়াকিল আহমদ]