ঢেপা নদী
ঢেপা নদী (Dhepa River) বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ক্ষুদ্রতম নদী এবং করতোয়া-আত্রাই (বুড়ি তিস্তা) নদীর একটি প্রশাখা। নদীটি বৃহত্তর দিনাজপুর জেলার মোহনপুর-এর কাছে (অক্ষাংশ ২৫°৫৩´ উত্তর, দ্রাঘিমাংশ ৮৮°৪৩´ পূর্ব) আত্রাই নদীর ডান তীর থেকে বের হয়ে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। সেতাবগঞ্জ, বোচাগঞ্জ-এর কাছে ঢেপা দক্ষিণ দিকে মোড় নিয়ে আঁকাবাঁকা পথে পোই-চক (অক্ষাংশ ২৫°৩৮´, দ্রাঘিমাংশ ৮৮°৩৭´) পর্যন্ত প্রবাহিত হয়েছে এবং শেষে পুনর্ভবা নদীতে পতিত হয়েছে। নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৪০ কিমি এবং বর্ষাকাল ব্যতীত নৌ চলাচল এ নদীতে সম্ভব নয়। ঢেপা সম্পূর্ণভাবে জোয়ারভাটার প্রভাবমুক্ত একটি নদী। [সুলতানা নাসরিন বেবী]
মানচিত্রের জন্য দেখুন ব্রহ্মপুত্র-যমুনা নদীপ্রণালী।