ডেমরা থানা

ডেমরা থানা (ঢাকা মেট্রোপলিটন)  আয়তন: ১৯.৩৬ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪০´ থেকে ২৩°৪৫´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৭´ থেকে ৯০°৩১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে খিলগাঁও থানা, দক্ষিণে নারায়ণগঞ্জ সদর উপজেলা, পূর্বে রূপগঞ্জ ও সোঁনারগাও উপজেলা, পশ্চিমে কদমতলী, যাত্রাবাড়ী ও সবুজবাগ থানা।

জনসংখ্যা ১২৫৩১২; পুরুষ ৬৯২৩২, মহিলা ৫৬০৮০। মুসলিম ১২১৯৪৮, হিন্দু ৩২৭৬, বৌদ্ধ ২৭, খ্রিস্টান ৪৯ এবং অন্যান্য ১২।

জলাশয় প্রধান নদী: শীতলক্ষ্যা, বালু।

প্রশাসন ডেমরা থানা গঠিত হয় ১৯৭৩ সালে। পরবর্তী সময়ে থানাটি পুনর্গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
৩ (আংশিক) ১৯ - ১২৫৩১২ ৬৪৭৩ - ৫৮.৫৮
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ডেমরা ইউনিয়ন (ডেমরা আংশিক) ৮.৮৯ ৮৫৪৩ ৭৪৩৭ ৫৬.৩৯
মাতুয়াইল ইউনিয়ন (আংশিক) ২.২৮ ১৩১৯৩ ১০৫৭৫ ৫৪.৯৬
সারুলিয়া ইউনিয়ন (মাতুয়াইল আংশিক) ৮.১৯ ৪৭৪৯৬ ৩৮০৬৮ ৬৪.৪০

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ১০০, মন্দির ৪। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: রসুল্লাবাগ বাইতুল আমান জামিয়া মসজিদ।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান  গড় হার ৫৮.৫৮%; পুরুষ ৬১.১৪%, মহিলা ৫০.৮০%। কলেজ ৫, মাধ্যমিক বিদ্যালয় ১৭, প্রাথমিক বিদ্যালয় ৫৫, মাদ্রাসা ১১। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, বাওয়ানী আদর্শ বিদ্যালয়, আনন্দলোক হাইস্কুল, আলী আকবর হাইস্কুল, মাতুয়াইল বহুমুখী হাইস্কুল, তিতাস গ্যাস আদর্শ হাইস্কুল, দয়াগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া মাদ্রাসা।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব ১০, লাইব্রেরি ৪, সিনেমা হল ৩, খেলার মাঠ ৩।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪.৩৯%, অকৃষি শ্রমিক ২.৩৩%, শিল্প ২.৯৩%, ব্যবসা ২৫.৭০%, চাকরি ৩০.৬৬%, পরিবহন ও যোগাযোগ ১২.০৭%, নির্মাণ ৩.৯১%, ধর্মীয় সেবা ০.১৯%, রেন্ট অ্যান্ড রেমিট্যান্স ২.২৭% এবং অন্যান্য ১৫.৫৫%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৯.৩৫%, ভূমিহীন ৫০.৬৫%।

প্রধান কৃষি ফসল ধান, গম, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি পাট, তিল, তিসি, ডাল।

প্রধান ফল-ফলাদি  আম, কাঁঠাল, পেয়ারা, নারিকেল, পেঁপে, কূল, কলা।

যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ২৩.১৬ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা পাটকল, স্টিল মিল, আটা কল।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, সূচিশিল্প, কাঠের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ১০। উল্লেখযোগ্য হাটবাজার: সারুলিয়া হাট, রানী মার্কেট।

প্রধান রপ্তানিদ্রব্য   কাপড়, ময়দা।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ইউনিয়ন বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৭.৪৭% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৬৯.৩২%, ট্যাপ ২৮.৬১%, পুকুর ০.২৮% এবং অন্যান্য ১.৭৯%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৮৪.২২% পরিবার স্বাস্থ্যকর এবং ১৫.৩৩% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ০.৪৫% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র ২, মাতৃসদন ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৭।

এনজিও ব্র্যাক, প্রশিকা, আশা।  [মো. মহিবুর রহমান]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।