ডাকাতিয়া নদী

ডাকাতিয়া নদী (Dakatia River)  ভারতের ত্রিপুরা রাজ্যে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাগসারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা একটি আন্তঃসীমান্ত নদী। এটি মেঘনা নদীর একটি উপনদী। নদীটির মূল প্রবাহ ছিল কাকরাই নদী। কিন্তু পরবর্তীতে ছোট ফেনী নদী এটিকে মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং ঊর্ধ্বপ্রবাহকে গ্রাস করে। বর্তমানে চৌদ্দগ্রাম খাল থেকেই ডাকাতিয়া তার প্রবাহ পেয়ে থাকে, যা আবার এটিকে ছোট যমুনার সঙ্গে যুক্ত করেছে। ডাকাতিয়া থেকে দক্ষিণমুখী একটি শাখা বেরিয়ে গিয়ে নোয়াখালী খাল তৈরি করেছে যার তীরে নোয়াখালী অবস্থিত। মুল প্রবাহটি অাঁকাবাঁকাভাবে পশ্চিম দিকে শেখেরহাট পর্যন্ত গিয়ে দুটি ধারায় বিভক্ত হয়েছে। পুরাতন মূল ধারাটি দক্ষিণে রায়পুর পর্যন্ত গিয়ে মেঘনায় মিশেছে এবং তুলনামূলকভাবে বেশি শক্তিশালী নতুন প্রবাহটি চাঁদপুর খালের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাঁদপুর শহরের পশ্চিমে মেঘনায় পড়েছে। বৎসরের প্রায় তিন-চতুর্থাংশ সময় মেঘনার মাধ্যমে ডাকাতিয়া জোয়ারের পানি পেয়ে থাকে।  [মাসুদ হাসান চৌধুরী]

আরও দেখুন সুরমা-মেঘনা নদীপ্রণালী