জগদ্ধাত্রীপূজা
জগদ্ধাত্রীপূজা হিন্দুদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান। জগদ্ধাত্রী হচ্ছেন দেবী দুর্গার রূপভেদ। তিনি সিংহবাহিনী, চতুর্ভুজা, নানা আভরণভূষিতা, অরুণকিরণবৎ বর্ণযুক্তা এবং সর্পরূপ যজ্ঞোপবীতধারিণী। তাঁর বাম দিকের দুহাতে থাকে শঙ্খ ও ধনু এবং ডান দিকের দুহাতে থাকে চক্র ও পঞ্চবাণ। রক্তবর্ণের বস্ত্র তাঁর পরিধানে।
জগদ্ধাত্রীর প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় মায়াতন্ত্রে, বৃহস্পতি রায়মুকুটের স্মৃতিরত্নহারে (১৫-১৬শ শতক), কৃষ্ণানন্দের তন্ত্রসারে (১৬শ শতক) এবং শ্রীনাথ আচার্যচূড়ামণির কৃত্যতত্ত্বার্ণবে।
কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রীর পূজা হয়। এ সময় চন্ডীপাঠ ও বিসর্জন-পর্ব দুর্গোৎসবের মতোই অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে এবং নদীয়ার কৃষ্ণনগরে জাঁকজমক সহকারে এ পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অঞ্চল বিশেষেও এর পূজা হয়। জগদ্ধাত্রীপূজা একই দিনে তিনবার অনুষ্ঠিত হয় এবং স্থানবিশেষে তিন দিনও হয়। [সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়]