চৌধুরী, সাইফউদ-দীন

সাইফউদ-দীন চৌধুরী

চৌধুরী, সাইফউদ-দীন (১৯১৭-১৯৯৭)  উদ্ভিদবিদ, নীতিনির্ধারক ও প্রশাসক। জন্ম ১৯১৭ সালে সিলেটে। লাহোর সরকারি কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন। লন্ডন ইম্পিরিয়াল কলেজ থেকে DIC ও পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের Beltvilla Research Institute থেকে তিনি উদ্ভিদ প্রজননবিদ্যায় সনদপ্রাপ্ত।

তিনি আসাম সরকারের অর্থনৈতিক উদ্ভিদবিদ (Economic Botanist) হিসেবে কর্মজীবন (১৯৪৬-৪৭) শুরু করেন, অতঃপর পূর্ব পাকিস্তান সরকারের অধীনে একই পদে কর্মরত ছিলেন ১৯৪৭ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত। এরপর ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এবং ১৯৬১-৬৩ পূর্ব পাকিস্তান কৃষি বিভাগের পরিচালক ছিলেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ১৯৬৩ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৪ থেকে ১৯৭৬ পর্যন্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আঞ্চলিক কৃষি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য পদে নিয়োগ পান এবং ১৯৭৯ সালে অবসর গ্রহণ করেন।

প্রখ্যাত বিজ্ঞানী ও প্রশাসক সাইফউদ-দীন চৌধুরী অনেকগুলি দেশি ও বিদেশি সংস্থার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। গবেষক দলের প্রধান হিসেবে ধান ও পাটের কয়েকটি জাত এবং Assam Lemon ও Late Valencia নামের লেবুর জাত উদ্ভাবন করেন।

তাঁর লেখা গবেষণা প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক। কৃষি ও বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অবদান এবং সেবা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি পাকিস্তান সরকারের তঘমা-ই-ইমতিয়াজ, সিতারা-ই-কায়দে আজম এবং সিলেট লায়নস ক্লাবের স্বর্ণপদক লাভ করেন। তিনি ছিলেন নিম্নোক্ত সংস্থাগুলির সভাপতি: Pakistan Association for Advancement of Sciences; Bangladesh Academy of Sciences; Botanical Society of Bangladesh; Inter-University Board of Pakistan; Rotary Club of Dhaka; National Committee on International Geosphere Biosphere Programme।  [এস.এম হুমায়ুন কবির]