চৌধুরী, মহিমারঞ্জন রায়
চৌধুরী, মহিমারঞ্জন রায় (১৮৫৩-১৯০৯) লালমনিরহাটের কাকিনার জমিদার ছিলেন। তিনি ছিলেন রাজা শম্ভুচন্দ্রের দত্তকপুত্র। কোর্ট অব ওয়ার্ডস-এর অধীনে ১৮৬৮ সালে মহিমারঞ্জন রায় কাকিনার জমিদার হন। তিনি ছিলেন শিক্ষার পৃষ্ঠপোষক এবং সাহিত্য-সংস্কৃতিসেবী। তিনি ১৮৭০ থেকে ১৯০৯ সাল পর্যন্ত রংপুর জেলা বোর্ড শিক্ষা কমিটির শিক্ষা হিতৈষী সদস্য এবং উক্ত বোর্ডের তিন সদস্য বিশিষ্ট সিলেবাস কমিটির সদস্য ছিলেন (১৮৭২-১৮৭৩)। তিনি তাঁর পিতার পরিচালিত ‘রঙ্গপুর দিকপ্রকাশ’ এবং ‘রচনাবলী’ পত্রিকা প্রকাশ অব্যাহত রাখেন।
মহিমারঞ্জন উনিশ শতকের শেষের দিকে কাকিনায় একটি জাদুঘর ও লাইব্রেরি স্থাপন করেন। এছাড়া ১৯০৮ সালে বগুড়ায় উডবার্ন লাইব্রেরি প্রতিষ্ঠাকালে তিনি মোটা অঙ্কের অর্থ দান করেন। শিল্প ও কৃষির বিকাশের লক্ষ্যে তিনি ১৮৭৭ সালে কাকিনায় শিল্প এবং ১৮৭৯ সালে কৃষি প্রদর্শনীর ব্যবস্থা করেন।
বাংলা ছাড়াও সংস্কৃত, ইংরেজি ও ফার্সি ভাষায় মহিমারঞ্জন রায়ের দক্ষতা ছিল। তাঁর নেতৃত্বে ১৯০৫ সালে রঙ্গপুর সাহিত্য পরিষদ গঠিত হয়। আমৃত্যু তিনি এর সভাপতি ছিলেন। ১৯০৯ সালে তাঁর মৃত্যু হয়। [মুহম্মদ মনিরুজ্জামান]