চালা
চালা (Chala) মসৃণ চূড়াবিশিষ্ট ১০ থেকে ১২ মিটার উচ্চতা সম্পন্ন গম্বুজাকৃতির ক্ষুদ্র পাহাড়ের মতো ভূ-সংস্থানের সমষ্টি যা মধুপুর অঞ্চলে দেখতে পাওয়া যায়। এ ধরনের ভূ-প্রকৃতিগুলি অপ্রশস্ত ভঙ্গুর উপত্যকা দিয়ে বিচ্ছিন্ন থাকে এবং বর্ষার সময় উপরের স্তরে ক্ষয়কার্য সংঘটিত হয়। চালা বস্ত্তত একটি কথ্য শব্দ যা তুলনামূলকভাবে উঁচু ভূমিকে নির্দেশ করে। চালা প্রধানত ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে গঠিত এবং অধিকাংশ ক্ষেত্রেই বন্যামুক্ত। অতীতে চালা-ভূমিগুলি ঘন শাল (Shorea robusta) বন দ্বারা আবৃত ছিল, কিন্তু গত শতকে অধিকাংশ চালা-বনভূমি কেটে ফেলা হয়েছে। বর্তমানে চালা-ভূমিগুলি বসতি, কাঁঠাল বাগান ও বাঁশ ঝোপ, সবজি চাষ, এবং ইটখোলা হিসেবে ব্যবহূত হচ্ছে। বর্ষা মৌসুমে গোচারণ ভূমি হিসেবেও চালার ভূমিকা গুরুত্বপূর্ণ। [মোহা. শামসুল আলম]