চাটমোহর উপজেলা

চাটমোহর উপজেলা (পাবনা জেলা)  আয়তন: ৩১০.১০ বর্গ কিমি। অবস্থান: ২৪°০৬´ থেকে ২৪°২১´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১২´ থেকে ৮৯°২৪´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে গুরুদাসপুর ও তাড়াস উপজেলা, দক্ষিণে আটঘরিয়া উপজেলা, পূর্বে ফরিদপুর (পাবনা) ও ভাঙ্গুরা উপজেলা, পশ্চিমে বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলা।

জনসংখ্যা ২৯১১২১; পুরুষ ১৪৪৮২০, মহিলা ১৪৬৩০১। মুসলিম ২৭৮৩১১, হিন্দু ১০৪১৭, খ্রিস্টান ২০৪৩, বৌদ্ধ ১ এবং অন্যান্য ৩৪৯।

জলাশয় প্রধান নদী: বড়াল, চিকনাই ও আত্রাই। ফাইলাম, চলন বিল, কুড়াল বিল ও ডিকশাল বিল উল্লেখযোগ্য।

প্রশাসন চাটমোহর থানা গঠিত হয় ১৯০৯ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮২ সালে।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১১ ১৬১ ২৩৬ ১৪৪৪৩ ২৭৬৬৭৮ ৯৩৯ ৭৬.৩ ৪৩.৯
পৌরসভা
আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার(%)
১১ ১৬১ ২৩৬ ১৪৪৪৩ ২৭৬৬৭৮
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
গুনাইগাছা ৪৩ ৩১১৯ ৬০১৭ ৬২০৮ ৫২.৪
ছাইখোলা ১১ ৬৪২০ ১৪৫৭৬ ১৪৬৩৩ ৪২.৫
দাঁথিয়া বামনগ্রাম ২৫ ৯৯০২ ১৪৯৯৬ ১৪৮১৭ ৪৪.৩
পার্শ্বডাঙ্গা ৯৪ ৭৯৫৬ ১১০৭৯ ১১৩৮৩ ৪৬.৩
নিমাইচরা ৮৬ ৬৫৬১ ১৩৭৭১ ১৩৬৬৬ ৩২.৭
ফাইলজানা ৩৪ ৮৭৩১ ১৫৯৫৪ ১৬০৫১ ৩৮.১
বিলচলন ১৩ ৩৬১৯ ৮৫২১ ৮৬৬১ ৫২.০
মথুরাপুর ৭০ ৩৯৫৪ ৭৯৩৬ ৮৪৩৩ ৫৩.০
মূলগ্রাম ৭৭ ৭৮৬৮ ১৬০৭৩ ১৬৪৬৩ ৪৫.২
হরিপুর ৬০ ৮৫৫৫ ১৪৩৩১ ১৪৮১৮ ৪৭.১
হাঁদিয়াল ৫১ ৯১৪৩ ১৪৩২৮ ১৩৯৬৩ ৪১.৫

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ চাটমোহর শাহী মসজিদ (৯৮৯ হিজরি, ১৫৮১ সাল), পাঠানপাড়া খোন্দকারনী মসজিদ, হাঁদিয়ালের জগন্নাথ মন্দির, স্নান মন্দির, শেঠের কুঠি বা শেঠের বাঙ্গালা (১৭৭৯ সাল), এক গম্বুজ মসজিদ (হাঁদিয়াল পাইকপাড়া), হযরত আশরাফ জিদানীর (রাঃ) মাযার।

মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের অক্টোবরে চিকনাই নদীর পাড়ে রেলসেতুর কাছে পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। উপজেলার গুনাইগাছা মাঠে ১টি স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে।

বিস্তারিত দেখুন চাটমোহর উপজেলা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা ২০২০, খণ্ড ৬।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩১৭, মাযার ৩, মন্দির ৯০, গির্জা ৪। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: চাটমোহর শাহী মসজিদ, পাঠানপাড়া খোন্দকারনী মসজিদ, শাহাপুরের শাহ চেতনর (রহঃ) মাযার, হযরত আশরাফ জিদানীর (রঃ) মাযার, হাঁদিয়ালের বুড়ো পিরের মাযার, হাঁদিয়ালের জগন্নাথ মন্দির, চাটমোহরের কালীমন্দির ও স্নান মন্দির ।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৫.৬%; পুরুষ ৪৭.১%, মহিলা ৪৪.১%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: চাটমোহর ডিগ্রী কলেজ (১৯৭০), চাটমোহর মহিলা কলেজ (১৯৯৬), প্রফেসর বয়েন উদ্দীন ডিগ্রী কলেজ (১৯৯৫), ময়দান দীঘিয়া কৃষি কলেজ (১৯৯৪), চাটমোহর রাজা চন্দ্রনাথ উচ্চ বিদ্যলয়, বাবু শম্ভুনাথ উচ্চ বিদ্যালয় (১৮৬১), হরিপুর দূর্গাদাস উচ্চ বিদ্যালয় (১৯২৫), হরিপুর স্কুল অ্যান্ড কলেজ (১৯৩৫), পার্শ্বডাঙ্গা উচ্চ বিদ্যালয় (১৯৬০), কুয়াবাসী দাখিল মাদ্রাসা (১৯৭৪)।

পত্র-পত্রিকা ও সাময়িকি  সাপ্তাহিক চাটমোহর বার্তা; অবলুপ্ত পত্রিকা: সবুজপত্র, সাপ্তাহিক জ্ঞান বিকাশনী (১৮৭৩) ও পল্লী দর্পণ (১৮৭৪)।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ৫, ক্লাব ৫৫, কমিউনিটি সেন্টার, সিনেমা হল ৪।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৭১.০০%, অকৃষি শ্রমিক ৩.২২%, শিল্প ২.২৪%, ব্যবসা ৯.৭৮%, পরিবহণ ও যোগাযোগ ২.৬৪%, চাকরি ৪.৪৯%, নির্মাণ ০.৭২%, ধর্মীয় সেবা ০.১৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১৫% অন্যান্য ৫.৫৯%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৭.৪৩%, ভূমিহীন ৪২.৫৭%। শহরে ৪৮.৮৫% এবং গ্রামে ৫৮.২৯% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, আলু, মরিচ, পিয়াজ, রসুন, খেসারি, মসুর, সরিষা, ছোলা, ধনিয়া, সুপারি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি কাউন, অড়হর, যব, চীনাবাদাম, চিনা, স্থানীয় জাতের আমন ধান।

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, লিচু, কলা, জাম, পেঁপে, নারিকেল।

মৎস্য, গবাদিপশু ও  হাঁস-মুরগির খামার  মৎস্য ১৭, গবাদিপশু ১১৫, হাঁস-মুরগি ১৫০, হ্যাচারি ২, নার্সারি ১৬।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৯৮ কিমি, আধা-পাকারাস্তা ২৯ কিমি, কাঁচারাস্তা ৫১৪ কিমি; নৌপথ ৯ কিমি; রেলপথ ১৬ কিমি; রেলস্টেশন ৩।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, সোয়ারী, ঘোড়া ও গরুর গাড়ি।

কুটিরশিল্প তাঁতশিল্প, চুনশিল্প, খয়েরশিল্প, বাঁশ ও বেতের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ২৭, মেলা ২। চাটমোহর রেল বাজার হাট, মির্জাপুর হাট, মথুরাপুর হাট, চাটমোহর নতুন বাজার হাট এবং শাহপুরের মেলা ও বোঁথরের চরক মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য ধান, পাট, খেসারি, বাঁশ ও বেতশিল্প।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৪৩.৮% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯৩.২%, ট্যাপ ১.৫% এবং অন্যান্য ৫.৩%। এ উপজেলার ৩২১৯ টি অগভীর নলকূপের মধ্যে ৩৬ টি নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৭৯.৯% পরিবার স্বাস্থ্যকর এবং ১৭.৫% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ২.৬% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার কল্যাণ কেন্দ্র ১, উপস্বাস্থ্য কেন্দ্র ৮, চক্ষু হাসপাতাল ১, ক্লিনিক ৩, গবাদিপশু প্রজনন কেন্দ্র ১।

এনজিও ব্রাক, আশা উল্লেখযোগ্য।  [মোঃ হাবিবুর রহমান]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; চাটমোহর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।