চট্টোপাধ্যায়, যোগেন্দ্রনাথ
চট্টোপাধ্যায়, যোগেন্দ্রনাথ (১৮৫৮-১৯০৯) কথাশিল্পী। ১৮৫৮ সালের এপ্রিল মাসে হুগলি জেলার অন্তর্গত বাগান্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম গিরিশচন্দ্র চট্টোপাধ্যায়। মাত্র ছয় মাস বয়সে তাঁর পিতৃবিয়োগ হয়।
যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় পিতৃব্য প্রসন্নকুমার চট্টোপাধ্যায়ের আশ্রয়ে নয় বছর বয়সে কলকাতার ইংরেজি স্কুলে ভর্তি হন। তিনি ১৮৭৫ সালে বর্ধমান মহারাজার স্কুল হতে প্রবেশিকা পরীক্ষা পাস করেন। পরে তিনি জেনারেল এসেমব্লিজ ইনস্টিটিউট-এ এফএ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন।
স্কুলজীবনেই সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ পরিলক্ষিত হয় এবং মৃত্যুপূর্ব পর্যন্ত সাহিত্য সাধনায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বেশসংখ্যক গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। তাঁর পরিচালিত তৎকালীন তিনটি জনপ্রিয় সাময়িকপত্র: পাক্ষিক সুধাকর (১৮৭৭), মাসিক কল্পনা (১৮৮৯) ও অবকাশ (১৮৮২)। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: উপন্যাস প্রণয় পরিণাম (১৮৮৭), ফুলের সাজি (১৮৯০), ক’নে বউ (১৮৯০), লীলাময়ী (১৮৯১), বিমাতা (১৮৯১), রমাবাই (১৮৯৫), প্রতিশোধ (১৯০৪), শোভাসিংহ (১৯০৮), সত্যঘটনা অবলম্বনে রচিত চা-কুলীর আত্ম-কাহিনী (১৯০১); গল্পসমষ্টি পঞ্চ-প্রদীপ (১৮৯৬); প্রহসন ভন্ড দলপতি দন্ড (১৮৮৮)। মৃত্যু ২৯ ফেব্রুয়ারি ১৯০৯। [শামীমা আক্তার]