ঘোষ, রাসবিহারী
ঘোষ, রাসবিহারী (১৮৪৫-১৯২১) আইনজীবী, সমাজকর্মী, জনহিতৈষী। বর্ধমান জেলার খন্ডঘোষ গ্রামে তাঁর জন্ম। এফএ থেকে এমএ পর্যন্ত সকল সাধারণ পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকারসহ শিক্ষাজীবনে তিনি বিশেষ প্রতিভার স্বাক্ষর রাখেন। বিশ শতকের প্রথম দিকে আইন পেশায় তিনি ছিলেন এক কিংবদন্তিতুল্য ব্যক্তি। আইন ব্যবসার দ্বারা তিনি বিস্ময়করভাবে ভাগ্যোন্নয়ন করেন এবং উপার্জিত অর্থের বেশিরভাগই দরিদ্রসেবায় ও বৃত্তিদানে ব্যয় করেন। ১৯১৩ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানচর্চার জন্য দশ লক্ষ টাকার একটি বৃত্তি প্রদান করেন। যাদবপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্যও তিনি তেরো লাখ টাকা দান করেন। পরবর্তীকালে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়।
রাসবিহারী ঘোষ ছিলেন একজন মধ্যপন্থী কংগ্রেসকর্মী। প্রগতিতে গভীর বিশ্বাস থাকা সত্ত্বেও তিনি ছিলেন আমূল সংস্কারের বিরোধী। যোগ্যতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের Tagore Law Professorship (১৮৭৫-৭৬) ও সম্মানসূচক ডি.এল ডিগ্রি (১৮৮৪), বঙ্গীয় আইন পরিষদের সদস্যপদ (১৮৯১-৯৪, ১৯০৬-০৯) এবং ইংরেজ সরকারের নাইট (১৯১৫) উপাধি লাভ করেন। ১৯২১ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। [সিরাজুল ইসলাম]