ঘাঘট নদী
ঘাঘট নদী (Ghaghat River) নিলফামারী জেলার জলঢাকা উপজেলায় তিস্তা নদী থেকে উৎপন্ন একটি শাখানদী। উত্তর থেকে দক্ষিণপূর্বাভিমুখে নদীটি একটি সর্পিল গতিপথ ধরে গাইবান্ধা শহরের মধ্যদিয়ে প্রবাহিত হয়ে ফুলছড়ি ঘাট থেকে কয়েক কিলোমিটার উত্তরে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। ঘাঘট নদীর বাঙ্গালী নামে একটি শাখা নদী রয়েছে। প্রাচীনকালে ঘাঘট তিস্তা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা ছিল কিন্তু বর্তমানে এটি তিস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষুদ্র একটি নদীখাতে পরিণত হয়েছে। অধিকাংশ স্থানেই এটি একটি মন্থর স্রোতধারা। আগাছা জন্মে এ স্রোতধারার গতি প্রায় রুদ্ধ হয়ে গেছে। ঘাঘট নদীর সর্বমোট দৈর্ঘ্য ২৩৬ কিমি। এর পানি প্রবাহমাত্রা অবস্থা ভেদে ৫০ থেকে ২,৫০০ কিউসেক, যেখানে বাঙ্গালী নদীর প্রবাহ মাত্রা ৪০০ থেকে ২১,০০০ কিউসেক। [মেসবাহ-উস-সালেহীন]
মানচিত্রের জন্য দেখুন ব্রহ্মপুত্র-যমুনা নদীপ্রণালী।