গোস্বামী, করুণাময়

করুণাময় গোস্বামী

গোস্বামী, করুণাময় (১৯৪৩-২০১৭) নজরুল গবেষক অধ্যাপক ড. করুণাময় গোস্বামী ১৯৪৩ সালের ১১ই মার্চ ময়মনসিংহ জেলার গোসাইর চান্দুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম জোৎস্না রাণী দেবী এবং পিতার নাম রাশবিহারী গোস্বামী। গোসাইন চান্দুরার প্রাথমিক বিদ্যালয়ে তাঁর লেখাপড়ায় হাতেখড়ি, তিনি ১৯৫৮ সালে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬০ সালে গুরুদয়াল কলেজ (কিশোরগঞ্জ) থেকে এইচ.এস.সি এবং একই প্রতিষ্ঠান থেকে ১৯৬২ সালে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নজরুল গবেষক হিসেবে ১৯৮৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে তিনি পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল- বাংলা কাব্যগীতি ধারায় কাজী নজরুল ইসলামের স্থান।

তিনি ১৯৬৪ সালের ২৩শে নভেম্বর সরকারি তোলারাম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি একজন সঙ্গীতপিপাসু ছিলেন। তিনি রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, অতুলপ্রসাদ সেনের সঙ্গীত গাইতেন। তিনি ১৯৬৫ সাল থেকে জাতীয় দৈনিক পত্রিকায় লিখেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে পুলিশ আক্রমণ করলে, তিনি গুরুতরভাবে আহত হন। ১৯৭১ সালের ২৫শে মার্চের পর গারো পাহাড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। ১৯৭১ সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাসপাতাল (ঝুলনবাড়ী, ত্রিপুরা, ভারত)-এ দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর ১৯৭২ সালের ১০ই জানুয়ারি নারায়ণগঞ্জ ফিরে দেখেন তাঁর বাসস্থান লুট হয়েছে। তাঁর রচিত গ্রন্থ, কাব্যগ্রন্থ, অনুবাদ ও সম্পাদিত গ্রন্থের মধ্যে নজরুলগীতি প্রসঙ্গ (১৯৭৮), নৃত্যকলা পরিভাষা কোষ (১৯৮২), সঙ্গীতকোষ (১৯৮৫), বাংলা গান (১৯৮৫), বাংলা কাব্যগীতিধারায় কাজী নজরুলের স্থান (১৯৯০), Aspects of Nazrul Songs (1990), Kazi Nazrul Islam: A Biography (1996), ভারতীয় সংস্কৃতিতে ইসলামের প্রভাব (১৯৯৭), আফ্রিকার গল্প (১৯৭৫), আফ্রিকার কবিতা (১৯৮২), নারায়ণগঞ্জের ইতিহাস (১৯৮৫); বাংলা সংস্কৃতিতে শতবর্ষ (১৯৯৪), ধ্বণি ইতিহাস (১৯৯৫); নজরুলের শিশুতোষ কবিতা (১৯৯৫); নজরুল সঙ্গীতের তালিকা (১৯৯৫), পুরনো টপ্পা (১৯৬৭); History of Bengali Music in Sound (1995); Splendour of old Bengali Songs (1997) ইত্যাদি উল্লেখযোগ্য।

তিনি নজরুল ইনষ্টিটিউট প্রদত্ত নজরুল স্মৃতি পুরষ্কার ও স্বর্ণপদক (১৯৮৭), বাংলা একাডেমি পুরস্কার (২০০৯), একুশে পদক (২০১২), বাংলা একাডেমী রবীন্দ্র পদক (২০১৩) লাভ করেন। ৩০শে জুন, ২০১৭ সালে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিঃশ^াস ত্যাগ করেন। [জেবউননেছা]