গিয়াসিয়া মাদ্রাসা
গিয়াসিয়া মাদ্রাসা বাংলার সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ (১৩৮৯-১৪১০) আরবে দুটি মাদ্রাসা নির্মাণ করান। এর একটি মক্কায় এবং অপরটি মদিনায়। প্রতিষ্ঠাতার নামানুসারে দুটি মাদ্রাসাই গিয়াসিয়া মাদ্রাসা নামে পরিচিত ছিল। সমসাময়িক আরব ঐতিহাসিক তকীউদ্দীন ফসি মক্কাস্থ মাদ্রাসার শিক্ষক ছিলেন। বাব-ই-উম্মেহানিতে নির্মিত এ মাদ্রাসা হানাফি, শাফেয়ি, মালিকি ও হাম্বলি এ চার মযহাবের অনুসারী ছাত্রদের জন্য নির্মাণ করা হয়। মদিনার মাদ্রাসাটি হুস্ন-আল-আতিক নামক স্থানে মহানবী (স.)-এর মসজিদের নিকটে নির্মিত হয়েছিল। এ প্রতিষ্ঠান দুটির জন্য সম্পত্তি ক্রয় ও এদের ব্যয়ভার বহনের উদ্দেশ্যে সুলতান সম্পত্তি ক্রয়ের জন্য অর্থ পাঠিয়েছিলেন। মাদ্রাসা দুটি বাঙালিয়া মাদ্রাসারূপেও অভিহিত হতো। [আবদুল করিম]