খোকা, সাদেক হোসেন
খোকা, সাদেক হোসেন (১৯৫২-২০১৯) বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র। সাদেক হোসেন ১৯৫২ সালের ১২ই মে ঢাকার গোপীবাগে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস ছিল মুন্সীগঞ্জের সৈয়দপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিশ^বিদ্যালয়ের ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থাতেই তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ভারতের আগরতলায় গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি ঢাকায় ফিরে আসেন। একটি গেরিলা মুক্তিযোদ্ধা গ্রুপের কমান্ডার হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি সফল গেরিলা অপারেশনে নেতৃত্ব দেন।
বাংলাদেশের স্বাধীনতার পর সাদেক হোসেন খোকা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগদানের মাধ্যমে জাতীয় রাজনীতি শুরু করেন। এরপর তিনি কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ পার্টির (ইউপিপি) রাজনীতির সাথে যুক্ত হন। সর্বশেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এ যোগ দেন। তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং বিএনপির ঢাকা মহানগর শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করেন। পরে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও হয়েছিলেন।
সাদেক হোসেন খোকা ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ সংসদীয় আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলে, তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয় লাভ করেন। ২০০১ সালে তিনি বিএনপি সরকারের মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হন। ২০০২ সালে তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০০৪ সালে তিনি মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশনকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এ দুই ভাগে বিভক্ত করা হলে, সাদেক হোসেন খোকা সে বছরের ২৯শে নভেম্বর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন।
শুধু রাজনীতিবিদই নন, সাদেক হোসেন খোকা একজন নিবেদিতপ্রাণ ও সফল ক্রীড়া সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধ থেকে ফিরেই ১৯৭২ সালে ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে এ ক্লাবটি তিন বছরের মধ্যে তৃতীয় থেকে প্রথম বিভাগে উন্নীত হয়। তিনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-এর প্রতিষ্ঠাতা ছিলেন। ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ঢাকা মহানগর ফুটবল সমিতির সাধারণ সম্পাদক এবং পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তাঁকে ‘জাতীয় ক্রীড়া পুরস্কারে’ ভূষিত করা হয়।
সাদেক হোসেন খোকা ২০১৯ সালের ৪ঠা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৭ নভেম্বর তাঁকে ঢাকার জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। [মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান]