খানম, মেহেরবানু
খানম, মেহেরবানু (১৮৮৫-১৯২৫) চিত্রশিল্পী, শিক্ষা-সংস্কৃতির পৃষ্ঠপোষক। ঢাকার নবাব পরিবারে আহসান মঞ্জিল-এ তাঁর জন্ম। পিতা নবাব আহসানুল্লাহ এবং ভ্রাতা নবাব সলিমুল্লাহ। নবাব পরিবারের রীতি অনুযায়ী মেহেরবানু গৃহশিক্ষকের নিকট শিক্ষা লাভ করেন এবং নিজ চেষ্টায় চিত্রাঙ্কন বিদ্যা আয়ত্ত করেন। ১৯০২ খ্রিস্টাব্দে সাতিহ্যিক ও পঞ্চায়েত প্রধান খাজা মোহাম্মদ আজমের সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৯২০ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত মাসিক মোসলেম ভারত পত্রিকায় ছাপানোর জন্য মেহেরবানু নিজের অাঁকা দুটি ছবি পাঠান। কাজী নজরুল ইসলাম তা দেখে মুগ্ধ হন এবং একটি ছবি অবলম্বনে তিনি ‘খেয়া-পারের তরণী’ কবিতাটি রচনা করেন। নজরুলের এই কবিতা ও মেহেরবানুর অাঁকা ছবি মোসলেম ভারতের ১৩২৭ সনের শ্রাবণ সংখ্যায় (১৯২০, জুলাই-আগস্ট) প্রকাশিত হয়। ফলে মেহেরবানু বাংলার প্রথম মুসলিম মহিলা চিত্রশিল্পীর মর্যাদা লাভ করেন।
নারীশিক্ষার প্রসারে মেহেরবানু দুই সহোদরা পরীবানু ও আখতারবানুর সঙ্গে যৌথভাবে মায়ের নামে কামরুন্নেসা গার্লস হাইস্কুল স্থাপন করেন। ঢাকার উর্দু সাহিত্যপত্রিকা জাদু প্রকাশেও তিনি পৃষ্ঠপোষকতা করেন। ১৯২৫ সালের ৩ অক্টোবর ঢাকায় তাঁর মৃত্যু হয়। [অনুপম হায়াৎ]