কোটচাঁদপুর উপজেলা

কোটচাঁদপুর উপজেলা (ঝিনাইদহ জেলা)  আয়তন: ১৬৫.৬৩ বর্গ কিমি। অবস্থান: ২৩°২২´ থেকে ২৩°৩৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫৫´ থেকে ৮৯°০৬´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, দক্ষিণে মহেশপুর ও চৌগাছা উপজেলা, পূর্বে কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলা।

জনসংখ্যা ১৪১১২১; পুরুষ ৭০৫৮৫, মহিলা ৭০৫৩৬। মুসলিম ১২৬৪৭৯, হিন্দু ১৪৫৫০, বৌদ্ধ ১ এবং অন্যান্য ৯১।

জলাশয় প্রধান নদ-নদী: কপোতাক্ষ ও চিত্রা। বলুহর বাওড়, টানির বিল ও বুড়োর বিল উল্লেখযোগ্য।

প্রশাসন কোটচাঁদপুর থানা গঠিত হয় ১৭৭২ সালে, ১৮৮৩ সালে পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
৭৪ ৭৯ ৩৩০৯৪ ১০৮০২৭ ৮৫২ ৬২.৩ ৪৬.৮
পৌরসভা
আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
১৭.০৪ ২৫ ৩৩০৯৪ ১৯৪২ ৬২.৩
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
এলাঙ্গি ৪০ ৬৩৩৯ ৯৫৫৮ ৯৪৪০ ৫৬.৪
কুশনা ৬৭ ৭৭৬১ ১২৩৪৮ ১২৫৬০ ৪৪.১
ডোরা ২৭ ৯১৬৪ ১০৪৭০ ১০৬৮৮ ৪০.০
বলুহর ১৩ ৬৬৭১ ১০৩৮৬ ১০২৫৬ ৪৬.৫
সাবদালপুর ৮১ ৬৫৮৪ ১১৩৫৬ ১০৯৬৫ ৪৮.১

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ চাঁদ খাঁর মাযার (১৬৫৬), শিববাড়ি মন্দির (১৬৮০), রথখোলা (১৭শ শতাব্দী), কালীমন্দির (১৮২০), মহিলা কলেজ ভবন (১৮০৫), নগদা গ্রাম জামে মসজিদ (১৮৮৪), বড়বামনদহ জামে মসজিদ (১৮৮৫), ইখড়া মন্দির (ফাঁদিলপুর), গম্বুজ মন্দির (জালালপুর), তারিনদত্ত ও নিবারণ চন্দের দোতলা ভবন (কোটচাঁদপুর বাজার), শিবমন্দিরে পিতলের তৈরি সিংহাসন এবং জগন্নাথ মন্দিরে তিনটি মূর্তি (জগন্নাথ, বলরাম ও সুভদ্রা)।

স্মরণীয় ঘটনা  ২০০৬ সালে উপজেলার কুশনা ইউনিয়নের বাহরামপুর গ্রামে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তানিউল আলম নিহত হন।

মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চলাকালে কোটচাঁদপুর ৮নং সেক্টরের অধীনে ছিল এবং উপজেলার সাবদালপুর, ফুড গোডাউন এলাকা, বড়বামনদহ গ্রাম, সোয়াদী, শেরখালী প্রভৃতি স্থানে পাকবাহিনী ও রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কয়েকটি সম্মুখ যুদ্ধ হয়।

বিস্তারিত দেখুন কোটচাঁদপুর উপজেলা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা ২০২০, খণ্ড ২।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ২৫২, মাযার ৩, মন্দির ২০।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫০.৪%; পুরুষ ৫২.৭%, মহিলা ৪৮.২%। কলেজ ৫, মাধ্যমিক বিদ্যালয় ১৯,  প্রাথমিক বিদ্যালয় ৩৭, মাদ্রাসা ৯। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: সরকারী খন্দকার মোশারফ হোসেন ডিগ্রি কলেজ (১৯৬৯), কোটচাঁদপুর পৌর মহিলা কলেজ, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় (১৮৯৯) ও কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

পত্র-পত্রিকা ও সাময়িকী  অবলুপ্ত: উন্মেষ (১৯৭৫), ক্ষণকাল (১৯৮০), কিংসুক (১৯৮০), মা (১৯৮০), স্বাধীনতা আমার স্বাধীনতা (১৯৮১), কোটচাঁদপুরের সাহিত্য (১৯৮২), অগ্নিশিখা (১৯৮৪), ডিনামাইট (১৯৮৪), গীতাঙ্গ (১৯৯৮), ছোট্টমনি (১৯৯১)।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, ক্লাব ২৩, কমিউনিটি  সেন্টার ৫, প্রেসক্লাব ২, স্মৃতিসংসদ ৪, এতিমখানা ২।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৪.০৩%, অকৃষি শ্রমিক ৩.২৩%, শিল্প ০.৬৮%, ব্যবসা ১৫.৯৫%, পরিবহণ ও যোগাযোগ ৩.১৩%, চাকরি ৫.৩২%, নির্মাণ ১.৬৯%, ধর্মীয় সেবা ০.১৪%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৪০% এবং অন্যান্য ৫.৪৩ %।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৮.৪৪%, ভূমিহীন ৪১.৫৬%। শহরে ৪১.১৩% এবং গ্রামে ৬৩.৮৯% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, আখ, পাট, গম ও তুলা।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি নীল, কাউন, চিনা, তিল, তিসি, মেস্তা (পাট), আইবি ও তামাক, অড়হর, ছোলা।

প্রধান ফল-ফলাদি আম, জাম, কাঁঠাল, পেয়ারা, কলা, তাল ও নারিকেল।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এ উপজেলায় মৎস্য ও হাঁস-মুরগির খামার, গবাদিপশুর কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং হ্যাচারি রয়েছে।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৭৭ কিমি, আধা-কাঁচারাস্তা ৬৪, কাঁচারাস্তা ৪১৩ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়া ও গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা ধানকল, ওয়েল্ডিং কারখানা, করাতকল, চকলেট ফ্যাক্টরি।

কুটিরশিল্প গরুর গাড়ির চাকা নির্মাণ, কাসারী শিল্প।

হাটবাজার ও মেলা হাটবাজার ১৭, মেলা ৮। কোটচাঁদপুর, সাবদালপুর, এলাঙ্গি, তালসার, গুড়পাড়া, জালালপুর ও কুশনা হাট এবং বৈশাখী মেলা, রথখোলার মেলা, কালীতলার মেলা ও চৈত্র সংক্রান্তির মেলা (ফাঁদিলপুর) উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য  পাট, আখ, চাল, খেজুর গুড়, ডাল, আম।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৭৫.৫% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯৫.৫%, ট্যাপ ৩.৪% এবং অন্যান্য ১.১%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৭০.১% পরিবার স্বাস্থ্যকর এবং ২৫.৫% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৪.৪% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার কল্যাণ কেন্দ্র ২, মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র ৩, ক্লিনিক ৫, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিাবার কল্যাণ কেন্দ্র ২, উপ-স্বাস্থ্যকেন্দ্র ৩, কমিউনিটি ক্লিনিক ১১, পশু হাসপাতাল ১।

উল্লেখযোগ্য এনজিও ব্র্যাক, আশা। [মোঃ আজিজুর রহমান]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; কোটচাঁদপুর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।