কোকিনা স্তর

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৪৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

কোকিনা স্তর (Coquina Horizon)  বালিময় জীবাশ্মসমৃদ্ধ চুনাপাথরের স্তর। এ স্তর প্রধানত সমুদ্র তরঙ্গের ক্রমাগত প্রভাবে তাদের ঘনত্ব অনুযায়ী প্রাকৃতিকভাবে বাছাইকৃত (sorting) ও আলাদা হয়ে স্তরীভূত হয়। এগুলি ঘর্ষণ ও পরিবহণের মাধ্যমে অবক্ষেপণ অঞ্চলে পৌঁছায় এবং জীবাশ্ম উদ্ভুত ক্যালসিয়াম সিমেন্ট দ্বারা সামান্য জোড়া লেগে থাকে কিন্তু কখনোই দৃঢ়ভাবে জোড়া লেগে থাকে না।

সেন্ট মার্টিনস দ্বীপে মায়োসিন যুগের শেষভাগ (প্রায় ১ কোটি বছর আগে) থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত সামুদ্রিক পাললিক শিলার স্তরক্রম পাওয়া যায়। জীবাশ্ম সমৃদ্ধ সামুদ্রিক স্তর দক্ষিণপাড়া স্তরসমষ্টি হলোসিন যুগীয় (এক লক্ষ বছর আগে থেকে বর্তমানকাল পর্যন্ত) কোকিনা স্তর দ্বারা অধিশায়িত যা সেন্ট মার্টিনস চুনাপাথর স্তরসমষ্টির একটি অংশ। সমুদ্রপৃষ্ঠের ক্রমাগত উত্থানের সঙ্গে সঙ্গে মৃত খোলক খন্ডগুলি ঢেউয়ের আঘাতে দ্বীপের তীর বরাবর জমতে জমতে অবশেষে দ্বীপটির দক্ষিণ-পূর্ব সীমান্তে কোকিনা স্তরের সরু শৈলশিরার আকার ধারণ করে।


কোকিনা স্তর, সেন্টমার্টিনস দ্বীপ


খোলকময় চুনাপাথর নামেও তাই কোকিনা স্তর পরিচিত। ৬.৫ মিটার খাড়া ঢাল ধরে ১৬৬ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এ স্তর দক্ষিণপাড়ার পূর্ব উপকূল বরাবর সবচেয়ে প্রকটিত। এটি সম্পূর্ণভাবে প্রবাল, অস্ট্রাকোডা, ফোরামিনিফেরা জাতীয় সামুদ্রিক জীবের ভগ্ন ও চূর্ণিত খোলকে গঠিত ও চুনের মোড়ক দিয়ে জমাটবদ্ধ। এ স্তরে তাই প্রায়শই ছোট ছোট অক্ষত খোলক চোখে পড়ে। অনেকগুলি আবার সমুদ্রের বালুকাবেলায় ছড়ানো ছিটানো ঝিনুক-শামুকের খোলকের মত। কোকিনার অনুজীবাশ্ম গবেষণায় এলফিডিয়াম, ক্রিসপাম, রোটালিয়া, টেকটোরিয়া ও এমপ্লিসটেজিনা রেডিএটাভা-এর উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণপাড়ার মধ্য-উপকূলে অবস্থিত ৩ মিটার উচ্চতাবিশিষ্ট কোকিনা চুনাপাথরের ক্ষুদ্র আকৃতির পাহাড়ের নিচের দিকের ও উপরের দিকের নমুনার রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে বয়স নির্ণয়ে দেখা গেছে যে নিচের দিকে বয়স ৪৫০ বছর ও উপরের দিকে ২৯২ বছর। ফলে বলা যায় যে এ কোকিনা চূড়া থেকে দ্বীপটির উত্থানের বর্তমান গড় হার বছরে ১৯ মিলিমিটার।  [সিফাতুল কাদের চৌধুরী]

আরও দেখুন সেন্টমার্টিনস দ্বীপ