কাফরুল থানা

কাফরুল থানা (ঢাকা মেট্রোপলিটন)  আয়তন: ৭.৮৯ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৫´ থেকে ২৩°৪৯´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২২´ থেকে ৯০°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ক্যান্টনমেন্ট থানা, দক্ষিণে তেজগাঁও থানা, পূর্বে ক্যান্টনমেন্ট থানা, পশ্চিমে মিরপুর থানা।

জনসংখ্যা ২৭২৯৩৯; পুরুষ ১৪৭৭৯৩, মহিলা ১২৫১৪৬। মুসলিম ২৬৯১৬৩, হিন্দু ৪৬৮৫, বৌদ্ধ ১৪৯৯, খ্রিস্টান ২৯৫ এবং অন্যান্য ৫৩।

প্রশাসন কাফরুল থানা ১৯৯৮ সালে মিরপুর ও ক্যান্টনমেন্ট থানার কিছু অংশ নিয়ে গঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনী ও পুরাতন বিমান বন্দর এ এলাকায় অবস্থিত।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১+৩ (আংশিক) ১৮ ২৭২৯৩৯ - ৩৪৫৯৩ ৭১.৫৯ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড নং ৪ ১.১০ ২৯৭৪৫ ২৩৩৪৩ ৭৪.১৯
ওয়ার্ড নং ১৪ (আংশিক) ১.৬৭ ৩৫৫৫০ ২৯১২৩ ৭৭.১৬
ওয়ার্ড নং ১৫ (আংশিক) ১.৬৬ ৩৭১৭৬ ৩৩৬১৭ ৫৮.০৭
ওয়ার্ড নং ১৬ (আংশিক) ৩.৪৬ ৪৫৩২২ ৩৯০৬৩ ৭৬.৯৫

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন জাহাঙ্গীর গেইট (শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মরণে ক্যান্টনমেন্টের প্রধান প্রবেশদ্বারে অবস্থিত), বিমান বাহিনীর বাশার বেস (এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশারের নামানুসারে)।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৬৫, মন্দির ২, গির্জা ১। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: শহীদ বাশার জামে মসজিদ, মসজিদুল বায়তুল কারার।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬৯.৮৭%; পুরুষ ৭৪.৯২%, মহিলা ৬৩.৮৭%। ডেন্টাল কলেজ ১, কলেজ ২, মাধ্যমিক বিদ্যালয় ৮, প্রাথমিক বিদ্যালয় ৩০, এনজিও স্কুল ১২, ইংলিশ মিডিয়াম স্কুল ১, মাদ্রাসা ১৯। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, পুলিশ স্টাফ কলেজ।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব ১৪, সিনেমা হল ৩, খেলার মাঠ ২। রাওয়া ক্লাব, শাহীন ক্লাব ও পুরাতন ডিওএইচএস ক্লাব উল্লেখযোগ্য।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ১.১১%, অকৃষি শ্রমিক ১.৬২%, শিল্প ৫.৬০%, ব্যবসা ১৯.৪৬%, পরিবহণ ও  যোগাযোগ ১০.৪০%, নির্মাণ ৬.৩৯%, ধর্মীয় সেবা ০.১০%, চাকরি ৪১.৬৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.২৮% এবং অন্যান্য ১০.৩৮%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৭.৬৬%, ভূমিহীন ৫৩.৩৩%।

প্রধান কৃষি ফসল শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসল  পাট, তৈলবীজ, ডাল।

প্রধান ফল-ফলাদিব আম, কাঁঠাল, নারিকেল, পেয়ারা, পেঁপে, কলা।

যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ৭০.২১ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়া ও গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা পোশাক শিল্প, আইসক্রিম ফ্যাক্টরি, বেকারি, স্টেশনারি।

কুটিরশিল্প হস্তশিল্প, তাঁতশিল্প।

হাটবাজার ও মেলা মার্কেট ৩, কাঁচাবাজার ৭। কচুক্ষেত বাজার, সিএসডি মার্কেট এবং মিনাবাজার মেলা (রাওয়া ক্লাব, প্রতি বছর ৩১ ডিসেম্বর মেলা অনুষ্ঠিত হয়) উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য   তৈরিপোশাক, হস্তশিল্প।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড ও মহল্লা বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৬.৬৭% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস  নলকূপ ২১.৬৭%, ট্যাপ ৭৬.২২%, পুকুর ০.১০% এবং অন্যান্য ২.০১%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৮২.২৬% পরিবার স্বাস্থ্যকর এবং ১১.৯১% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৫.৮২% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ৪, উপস্বাস্থ্য কেন্দ্র ২, ক্লিনিক ১৭, ডায়াগনস্টিক সেন্টার ৪। ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, ফ্যামিলি হেলথ ক্লিনিক উল্লেখযোগ্য।

এনজিও ব্র্যাক, আশা, নিজেরা করি, ক্যাপ, আইআরসি।   [মোঃ তুহীন মোল্লা]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।