কর, দুর্গাদাস
কর, দুর্গাদাস (?-১৮৭১) নাট্যকার, গীতিকার। তাঁর জন্ম কলকাতায়। পেশাগত জীবনে দুর্গাদাস ছিলেন একজন চিকিৎসক; কলকাতা মেডিকেল কলেজে অধ্যাপনা করতেন। কলকাতার আর.জি কর হাসপাতালটি তাঁর পুত্রের নামে নামকরণকৃত।
১৮৫৫ সালে দুর্গাদাস স্বর্ণশৃঙ্খল নাটক রচনা করেন। পরের বছর এটি বরিশালের আধুনিক মঞ্চে প্রথম মঞ্চস্থ হয়। ১৮৬৩ সালে নাটকটি ঢাকা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় এবং ওই বছর বরিশালে পুনরায় মঞ্চস্থ হয়।
দুর্গাদাস গানও রচনা করতেন। তাঁর একটি গান দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো নাটকে ব্যবহার করা হয়। এর প্রথম দুটি চরণ হলো: ‘এলো চুলে বেনে বউ আলতা দিয়ে পায়/ নোলক নাকে কলসী কাঁকে জল আনতে যায়।’ গানটি তিনি নাটকের জন্যই রচনা করেছিলেন। বাংলা পৌরাণিক নাটকেও দুর্গাদাস ভক্তিরসের প্রয়োগ ঘটান। গান ও নাটক রচনার পাশাপাশি তিনি আয়ুর্বেদশাস্ত্রবিষয়ক গ্রন্থও রচনা করেন; ভিষগ্বন্ধু, ভৈষজ্যরত্নাবলী তাঁর এরূপ দুটি গ্রন্থ। [জিল্লুর রহমান জন]